কেরু খেয়ে আইইএলটিএস টেস্ট; পেলেন ১০ এ ১০

৩০০ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ০৪, ২০২৪

2

আইইএলটিএস-এ ১০-১০ পাওয়া স্বপ্নের মতোই একটা বিষয়। তবে আপনি কেরু প্রেমী হলে এই স্বপ্নও একদিন বাস্তব হবে। সম্প্রতি কেরু খেয়ে আইইএলটিএস টেস্ট দিয়ে ১০-এ ১০ পেয়েছেন মনিরুল নামের এক ক্যান্ডিডেট। জানা যায়, বিশেষ কোনো প্রস্তুতি ছিল না মনিরুলের। পরীক্ষা দিলে নিশ্চিত ৫-এর বেশি পাবেন না–এমন দুঃখে সকালে হাফ বোতল কেরু মেরে দেন তিনি। এরপরই ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। মনিরুলের ইংরেজি শুনে স্বয়ং শিক্ষকদেরও টাস্কি খাওয়ার মতো অবস্থা। 

মনিরুলের ভাষায়, দেখেন ভাই, সবই মনের ব্যাপার। আমি পরীক্ষার আগের কেবল হাফ লিটার কেরু শেষ করেই পরীক্ষা দিতে যাই। পরীক্ষার হলে ঢুকে দেখি, আমার ভেতরের আমেরিকান মনিরুল জেগে উঠেছে! মনে হচ্ছিল, আমি আইইএলটিএস দিচ্ছি না, আইইএলটিএস নিচ্ছি। 

কেরুর এমন সফলতায় ফুরফুরে মেজাজে রয়েছে কেরুর কর্মকর্তারা। তারা বলছেন এ তো কেবল শুরু। কেরু অ্যান্ড কোম্পানির বক্তব্য, আমাদের পানীয় শুধু মদ না, এ তো সোজা অ্যাভিয়েশন ফুয়েল! আমরা ভাবছি, এখন আলাদা আলাদা এক্সামের জন্য স্পেসিফিক বোতল বের করব। বিসিএসের জন্য হবে হাই স্পিরিট ভার্সন, জিআরই এর জন্য আমেরিকান ভার্সন আর আইইএলটিএসের জন্য তো আমাদের প্রিমিয়াম রেঞ্জ আছেই।

এদিকে এক কেরু ভক্ত ফেসবুকে লিখেছেন, শুধু আইইএলটিএস ভার্সন না। আমরা কেরুর একাডেমিক ভার্সনও চাই। আমরা যারা পরীক্ষার আগের রাতেও পড়ি না তারা সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই বিশেষ ভার্সন খেয়ে যাব। এরপর এ+ পাব। 

কেরু দেশের সব পরীক্ষার্থীকে বলছে, চিন্তা কইরেন না, আমরাই আছি—আপনাদের ১০ এ ১০ তোলার স্বপ্নের পাশে!

 

৩০০ পঠিত ... ১৭:৫২, নভেম্বর ০৪, ২০২৪

Top