২ টাকায় ২ লক্ষ টাকার মার্কেটিং হ্যাক; উদ্ভাসীয় পদ্ধতি

২৬৬ পঠিত ... ১৭:৪১, অক্টোবর ২৮, ২০২৪

32

সম্প্রতি উদ্ভাসের এক চমৎকার বিজ্ঞাপনী আইডিয়া ভাইরাল হয়েছে, যা মার্কেটিং জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। একটি কুকুরের গায়ে উদ্ভাসের পোস্টার আটকে থাকার ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেছে। এই বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং বিজ্ঞাপনের আধুনিক যুগের আগমনী বার্তা হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এমন উদ্ভাবনী বিজ্ঞাপনের আরেকটি উদাহরণ তারা কতদিন আগে দেখেছেন তা মনে করতে পারছেন না।

এমন অনন্য বিজ্ঞাপন দেখে দেশের বিজ্ঞাপনী সংস্থাগুলোর কন্টেন্ট প্ল্যানার ও স্ট্র্যাটেজিস্টরা বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তারা ভাবছেন, যদি আরেকটি এমন বিজ্ঞাপন তৈরি না করতে পারেন, তাহলে চাকরি হারানোর ভয় থেকে যাচ্ছে। এ নিয়ে তারা ফেসবুকে নিজেদের হতাশা প্রকাশ করেছেন। তবে উদ্ভাস তাদের সাহায্যে এগিয়ে এসেছে, তাদের বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে এ ধরনের বিজ্ঞাপনকে বৈধতা দেওয়া হয়েছে এবং ক্ষেত্রবিশেষে পরিমার্জন ও পরিবর্ধনের সুযোগও রাখা হয়েছে।

কুকুরের গায়ে বিজ্ঞাপন দেখার পর থেকে সারাদেশে নতুন এক প্রজাতির চিলের খবর পাওয়া যাচ্ছে, যাদের ডানায় বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এসব চিল জনমনে ব্যাপক আকর্ষণ তৈরি করতে সক্ষম হয়েছে। তাদের ভাষ্যমতে, চিলের ডানায় বিজ্ঞাপন বেঁধে উড়িয়ে দিলে দেশের ভেতর পণ্যের প্রচার করার পাশাপাশি দেশের বাইরেও প্রচারের সুযোগ সৃষ্টি হয়। আকাশে, বাতাসে এবং ক্ষেত্রবিশেষে মাটিতে বিজ্ঞাপনের জন্য চিলের ডানার চেয়ে ভালো কোনো ক্যানভাস হতে পারে না।

ফেসবুকে এক ব্যক্তি আরও একটি গভীর স্ট্র্যাটেজি শেয়ার করেছেন। তার মতে, মার্কেটিঙের জন্য এলিয়েনদের ব্যবহার করা হতে পারে এক চমৎকার মাধ্যম। কোই মিল গেয়া মুভির মতো একটি যন্ত্রের মাধ্যমে আপনি এলিয়েনদের নিজের বাসায় দাওয়াত করতে পারেন। তারা যখন তাদের স্পেসশিপে আসবে, তখন সেটার গায়ে পোস্টার সাঁটিয়ে দেওয়ার পর আপনাকে আর কিছু ভাবতে হবে না; বাকি কাজটি ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল করে দেবে।

এছাড়াও বিভিন্ন সৃজনশীল বিজ্ঞাপনী কৌশলের কথা জানা গেছে। কেউ কেউ একটি প্রমাণ সাইজের গরু কিনে সেটার গায়ে দুই পাশে পোস্টার লাগিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার কথা বলছেন। গরুটি সারাদিন খাবার খাবে এবং মোটাতাজা হওয়ার সাথে সাথে আপনার ভ্রাম্যমাণ বিলবোর্ড হিসেবে কাজ করবে। পণ্যের প্রচারের পাশাপাশি বছর বছর গরু কুরবানির মাধ্যমে অতিরিক্ত লাভের সুযোগও তৈরি হবে।

এভাবে উদ্ভাসের উদ্ভাবনী পদ্ধতি মার্কেটিং জগতে নতুন এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে, যা ভাবনা ও সৃষ্টির নতুন দিগন্ত উন্মোচন করেছে।

 

 

২৬৬ পঠিত ... ১৭:৪১, অক্টোবর ২৮, ২০২৪

Top