দেশের বেশিরভাগ গর্তই ছাত্রলীগের দখলে, জায়গা পাচ্ছেন না রিয়াল মাদ্রিদ ফ্যানরা

২০০ পঠিত ... ১৩:৫৪, অক্টোবর ২৭, ২০২৪

11 (24)

এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের লজ্জাজনক হার মেনে নিতে না পেরে, দেশের রিয়াল মাদ্রিদ ফ্যানরা গর্তে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন গত রাত থেকেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সারাদেশে ছাত্রলীগের দখলে থাকা প্রতিটি গর্ত ইতোমধ্যেই হাউজ ফুল হয়ে আছে।

এই প্রসঙ্গে একজন হতাশ রিয়াল ফ্যান জানান, গর্ত খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি ভাই। একটুখানি মাথা গোঁজার ঠাই নেই কোথাও। এক গর্ত থেকে আরেক গর্তে যাচ্ছি, সব জায়গায় ছাত্রলীগ নেতাদের বসবাস। গর্তগুলোতে ঢুকতে গেলে তারা আমাদের হুমকি দিয়ে বলে, এটা আমাদের গর্ত, এখানে কোন রিয়াল ফ্যানের স্থান নেই!

এদিকে গর্তে থাকা ছাত্রলীগ নেতারাও বেশ বিপাকে আছেন। তাদের দীর্ঘমেয়াদী অবস্থানের কারণে গর্তগুলোতে তিল ধারণের জায়গা নেই। ছাত্রলীগের এক নেতা গোপনে জানালেন, আমাদের অবস্থাও আর ভালো নেই। আমাদেরও তো মাঝে মাঝে বাতাস খেতে ইচ্ছে করে, কিন্তু এখন রিয়াল ফ্যানদের ঢোকার চাপে বের হতেও পারছি না।

এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তাঘাটে রিয়াল ফ্যানদের হাহাকার চলছে। অনেকেই গর্তের বদলে আশেপাশের ড্রেনের দিকে ঝুঁকছেন। তবে ছাত্রলীগের এক নেতা কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, গর্ত, ড্রেন, বা নর্দমা—সব জায়গায় আমাদের অধিকার। রিয়াল ফ্যানদের উচিত এই এল ক্লাসিকো হার মেনে নিয়ে বাসাতেই থেকে যাওয়া।

এক বার্সেলোনা ভক্ত রিয়াল মাদ্রিদ ফ্যানদের সান্ত্বনা দিয়ে বলেন, দোস্তরা, দুই দিনের দুনিয়ায় চার গোল খাওয়া বড় কিছু না, খেলার মাঠে হার-জিত তো স্বাভাবিক। আজকের এল ক্লাসিকোতে হেরেছো বলে মন খারাপের কিছু নেই। তোমরা গর্তে জায়গা না পেলে আমাদের বাসায় এসো, ডিম ভাজি, আলু ভর্তা দিয়ে ভাত খাব এক সাথে। 

২০০ পঠিত ... ১৩:৫৪, অক্টোবর ২৭, ২০২৪

Top