আওয়ামী কর্মীদের ঝটিকা মিছিল দেখে নস্টালজিক বিএনপি কর্মীরা, ডামি মিছিল করতে চান কেউ কেউ

১৬৫ পঠিত ... ১৬:৫০, অক্টোবর ২২, ২০২৪

24

দেশের বিরোধী পক্ষদের হাজার বছরের ঐতিহ্য ঝটিকা মিছিল। এতদিন এই সংস্কৃতি বিএনপি কর্মীরা ধরে রাখলেও, হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশীয় এই সংস্কৃতির হাল ধরেছেন আওয়ামীলীগ কর্মীরা। একদম বিএনপি স্টাইলে কয়েক মিনিটের জন্য ৮-১০ জন ব্যানার খুলে রাস্তায় এসে স্লোগান দিয়ে আবার পালিয়ে যাওয়ার অভিনব এই টেকনিকটি, কয়েকদিনে ভালোই রপ্ত করেছেন আওয়ামীলীগ কর্মীরা। বাঙালি রাজনীতিবিদদের দেশীয় এই ঐতিহ্যকে বিলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আওয়ামীলীগ কর্মীদের ধন্যবাদ দিয়েছেন বিএনপি কর্মীরা। তাদের কেউ কেউ বিষয়টি নিয়ে বেশ নস্টালজিকও, দাবি করেছেন তাদের জন্য যদি ডামি মিছিলের ব্যবস্থা করা হয় বিষয়টি মন্দ হবে না।

কাল্পনিক এক সাক্ষাৎকারে এক বিএনপি কর্মী আমাদের বলেন, আওয়ামীলীগের ভাইদের দেখে চোখে পানি এসে যায়। উনাদের জন্য পুরোনো দিনের কথা ভুলতেই পারছি না। কী ছিল সেসব দিন! ঝটিকা মিছিলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আমাদের রুহুল কবির রিজভী স্যার। আমাদের যেসব আওয়ামী নেতা কর্মীরা ভাইয়েরা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, তাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই। তবে আমাদের আহ্বান থাকবে আওয়ামীলীগ যেভাবে ডামি নির্বাচন করেছে, আমাদের জন্যও এমন ডামি ঝটিকা মিছিলের ব্যবস্থা থাকলে খুব একটা মন্দ হয় না। হুট করে এত সুখ সইছে না, একটু মিছিল-টিছিল করলে এই সুখ সইয়ে নিতে সুবিধা হতো।

 

১৬৫ পঠিত ... ১৬:৫০, অক্টোবর ২২, ২০২৪

Top