সদ্য প্রকাশিত হয়েছে ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি, এতে নানান আলোচনা-সমালোচনার মাঝে বিশেষ করে হতাশা প্রকাশ করেছেন সহ-সভাপতি সমাজ। শিবিরের কমিটিতে বাকি সব পদ থাকলেও সহ-সভাপতির পদ না থাকায় প্রতিবাদ জানিয়েছেন তারা। একটা ছাত্র সংগঠনের কমিটিতে সহ-সভাপতির পদ কীভাবে নেই সেটি দেখে মুষড়েও পড়েছেন অনেক সহ-সভাপতিরা।
গর্তে লুকিয়ে থাকা এক সাবেক সহ-সভাপতি আমাদের বলেন, সংগঠন যেটাই হোক সহ-সভাপতির পদ পেলেই আমরা খুশি থাকতাম। পিও অভিভাবকের সাথে সেলফি, এই পদের জোরে হলের ক্যান্টিনে বাকিতে খাওয়া অথবা গেস্টরুমে সাধারণ ছাত্রদের এনে আদর আপ্যায়ন করা এগুলোই ছিল আমাদের বেঁচে থাকার অক্সিজেন। কিন্তু আম্মো চলে যাওয়ায় এখন আমরা জিন্দালাশ হয়ে পড়েছি। আশায় ছিলাম আর কেউ না বুঝলেও, অন্তত শিবির আমাদের দুঃখগুলো বুঝে আমাদের কমিটিতে ঠাঁই দেবে। আমরা তো ছাত্রলীগে শিবিরকে আপন করে নিয়েছিলাম, তবে তারা কেন পারল না। আমার আহ্বান থাকবে শিবিরের কমিটিতে আমাদের জন্য পদ রাখার ব্যবস্থা করা হোক, নাহলে হেলমেট পড়ে শাহবাগে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিষয়টি নিয়ে ঢাবি শিবিরের কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা এক নেতার সাথে কথা বলতে গেলে, তিনি ক্ষুরে ধার দিতে শুরু করায় আমাদের প্রতিবেদক সেখান থেকে পালিয়ে চলে আসেন।