বাংলাদেশে ২৮ সেপ্টেম্বরে নেই কোনো জন্মদিন, বলছে এক আশ্চর্যজনক গবেষণা

৮৬ পঠিত ... ১৬:২৩, সেপ্টেম্বর ২৮, ২০২৪

11

এমন কোনো তারিখ কি আছে, যেই তারিখে একজনও জন্মায়নি? পৃথিবী জুড়ে খুঁজলে হয়ত এমন তারিখ জুটবে না। কিন্তু, বাংলাদেশে এক মিথ্যা আশ্চর্যজনক গবেষণায় বেরিয়ে এসেছে খুবই গোপন তথ্য। জানা গিয়েছে, ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে জন্মায়নি কোনো মানুষ। এই দিনে জন্মদিন নেই কারোরই।

গবেষণার পুরো বিষয়টাই হয়েছে ফেসবুকে। ফেসবুকে সবার ফ্রেন্ড লিস্টের জন্মদিন চেক করে জানা গিয়েছে ২৮ সেপ্টেম্বর কারও ফ্রেন্ডলিস্টেরই কারও জন্মদিন নেই। কিন্তু, মেমোরিজে গেলে আবার উঠে আসছে ভিন্ন তথ্য। দেখা যাচ্ছে, গতবছরও ২৮ সেপ্টেম্বর জন্মদিন পালন করেছেন হাজার হাজার মানুষ।

এ ব্যাপারে গত বছর জন্মদিন পালন করা একজনের সাথে কথা বললে তিনি মুখ লুকিয়ে জানালেন, এত বছর আমার জন্মদিন আসলে ফেক ডেটে ছিল। আমি জন্মাইছি ২৯ ডিসেম্বর কিন্তু পালন করতাম ২৮ ডিসেম্বর। আমি এই গোপনীয়তা আর ধরে রাখতে চাইনি, আমি চেয়েছি সবাইকে সত্যটা জানাইতে। তাই আমার এবার সত্যের মুখোমুখি হওয়া।

তবে, লাই ডিটেক্টর বলছে ভিন্ন কথা। দেশের মানচিত্র লাই ডিটেক্টর বসানোর পরে দেখা গিয়েছে দেশের বিভিন্ন চিপা থেকে বিভিন্ন মিথ্যা কথার আভাস।

 

৮৬ পঠিত ... ১৬:২৩, সেপ্টেম্বর ২৮, ২০২৪

Top