আইনস্টাইনকে সভাপতি ও জাকারবার্গকে সেক্রেটারি করে আত্মপ্রকাশ করল শিবির ইহুদি উইং

২৪৫ পঠিত ... ১৮:১০, সেপ্টেম্বর ২৩, ২০২৪

26

এবার আত্মপ্রকাশ করল শিবিরের ইহুদি শাখার সভাপতি ও সেক্রেটারি। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নিজেকে শিবিরের সভাপতি বলে পরিচয় জানিয়েছেন। সেক্রেটারি হিসেবে আত্মপ্রকাশ করেছেন মার্ক জাকারবার্গও।

তবে অনেকে মার্ক জাকারবার্গকে সেক্রেটারি হিসেবে মেনে নিচ্ছেন না। এমনই একজন বলেন, মার্ক জাকারবার্গের মতো একজন ড্রপ আউট খারাপ ছাত্র কোনোভাবেই শিবিরের সেক্রেটারি হতে পারে না। আইনস্টাইনকে মানা যায়। ওর সিজিপিএ ভালো। খারাপ সিজিপিএর জাকারবার্গকে মানি না।

এতদিন কোথায় ছিলেন? জানতে চাইলে আলবার্ট বলেন, নাৎজি বাহিনীর মধ্যে আত্মগোপনে ছিলাম। আমি ছিলাম নাৎজি বার্লিন শাখার সহ-সভাপতি, জুকা ছিল সদস্য।

এদিকে আলবার্ট-মার্কের মতো এমন আত্মপ্রকাশের ঘটনা ঘটছে নানান সময়ে। বাংলাদেশ থেকে পাওয়া এক খবরে জানা গেছে, অর্ধ-শতাধিক আর্জেন্টিনা ফ্যান দীর্ঘদিন ব্রাজিল ফ্যান সেজে ব্রাজিল শিবিরে লুকিয়ে ছিল। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরপরই তারা আত্মপ্রকাশ করে।

২৪৫ পঠিত ... ১৮:১০, সেপ্টেম্বর ২৩, ২০২৪

Top