কেন তাহেরির শিল্পকলা একাডেমির পরিচালক হওয়া উচিত?

৪৫৮ পঠিত ... ১৮:০০, সেপ্টেম্বর ১১, ২০২৪

21

প্রতিটি দেশের নিজস্ব কিছু সম্পদ থাকে। জাতিগত কন্টেক্সটে বস্তুগত সম্পদের চেয়ে 'ব্যক্তি'সম্পদ আরও আশাব্যঞ্জক, হিতকর।

ম্যারি কুরি, ভলতেয়ার, নেপোলিয়ন বোনাপার্টে, ভিক্টর হুগো, ক্লদ মোঁনে— এরা ছিলেন ফ্রান্সের সম্পদ। আবার সালভাদর দালি, পিকাসো, পেনেলোপে ক্রুজ এরা হচ্ছে স্পেনের সম্পদ। তেমনি বাংলাদেশের সম্পদ তালিকায় ব্যক্তি হিসেবে টপ টেনে যারা থাকবেন, তাদের মধ্যে অন্যতম একজন গিয়াসউদ্দিন তাহেরি। তাহেরির মতো একজন মানুষকে জাতীয় পর্যায়ে ব্যবহার না করতে পারা রাষ্ট্রের ব্যর্থতা বৈ কিছু নয়।

শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিলকে নিয়ে ফেসবুকে অসন্তোষের জোয়ার আসলে বিকল্প হিসেবে উঠে আসে তাহেরির নাম। চালাইদেন সূত্র হতে জানা যায়, নেটিজেনরা মনে করছেন, এই দায়িত্বের জন্য তাহেরির চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না।

শাকুর (৫৫) নামের এক ভদ্রলোক বলেন, তাহেরি এমন একজন মানুষ যিনি ওয়াজ এবং সংগীত—দুই জায়গাতেই মঞ্চ কাঁপান। কবিতাবৃত্তি, অভিনয়, মূকাভিনয় সবজায়গায় তার সমানে সমান পারফরম্যান্স।

আশা করি নৃত্যশিল্পী হিসেবেও তিনি চমৎকার করবেন। এমন মাল্টিকোয়ালিফায়েড মহাপরিচালকই আমরা ডিজার্ভ করি…

তমালিকা নামের আরেকজন তাহেরিভক্ত জানান, চোখে সুরমা দেন, কফিপ্রেমী, অতিথিপরায়ণ মহাপরিচালকই আমরা চাই। তিনি মহাপরিচালক হলে আমাদের শিল্পসাহিত্যে নতুন এক মাইলফলক যুক্ত হবে।

এ ব্যাপারে তাহেরির সাথে কথা বলতে গেলে তিনি আমাদের প্রতিনিধিকে, বসেন বসেন, বইসা যান বলে সেই যে ঘরের ভেতরে ঢুকেছেন, এখনও বের হননি। আমাদের প্রতিনিধি এখনও অপেক্ষায় আছেন।

৪৫৮ পঠিত ... ১৮:০০, সেপ্টেম্বর ১১, ২০২৪

Top