সাদা কালো টেলিভিশন ফিরিয়ে আনতে চান আসিফ মাহতাব উৎস

৩৫৪ পঠিত ... ১৮:০৬, সেপ্টেম্বর ০৮, ২০২৪

27

রঙিন টেলিভিশনে রংধনু রঙের ব্যবহার করা হয়, এই দাবিতে এই টেলিভিশনকে বর্জন করার এবং সাদা-কালো টেলিভিশনকে ফিরিয়ে আনতে চান আসিফ মাহতাব উৎস। রংধনুর সাথে আসিফ মাহতাবের বৈরিতা নতুন কিছু নয়। এমনকি উনার ভয়ে ঢাকার অনেক জায়গায় বৃষ্টির পর রংধনুও উঠা বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যায়।

বিষয়টির বিস্তারিত জানতে উৎস ভাইয়ের সাথে যোগাযোগ করা হলে কাল্পনিক সাক্ষাৎকারে তিনি আমাদের বলেন, রঙিন টেলিভিশন আমাদের সংস্কৃতির পরিপন্থী, বিশেষ করে রঙিন LGTV কোনোভাবেই আমাদের দেশীয় সংস্কৃতির সাথে যায় না। সংস্কৃতি রক্ষার তাগিদে হলেও আমাদের সাদা-কালো টেলিভিশন ফিরিয়ে আনা উচিত। আমি ইতিমধ্যেই আমাদের ঘরের রঙিন টিভিতে সাদা-কালো ফিল্টার লাগিয়ে নিয়েছি, বাজেট স্বল্পতা থাকলে আপনারাও এটি করে দেখুন। তবে টাকা-পয়সা থাকলে একটা টিভি কিনে ফেলাই ভালো।

উৎস ভাইয়ের এমন দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বের বাঘা বাঘা টেলিভিশন কোম্পানি আবার নতুন করে সাদা-কালো টিভির প্রোডাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমেরিকা ভিত্তিক একটি টিভি কোম্পানির CEO আমাদের বলেন, আমি উৎস ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। পশ্চিমা অপ-সংস্কৃতির বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতেই হবে। তবে আমাদের প্রতিবেদক তাকে যখন মনে করিয়ে দেন যে সে নিজেই পশ্চিমা একটি কোম্পানির CEO, তখন তিনি কলটি কেটে দেন।

৩৫৪ পঠিত ... ১৮:০৬, সেপ্টেম্বর ০৮, ২০২৪

Top