নিজের নামে গিজার কোম্পানি খুলতে যাচ্ছেন অরুনা বিশ্বাস

১৫৯ পঠিত ... ১৭:৩৮, সেপ্টেম্বর ০৮, ২০২৪

10

দেশের রাজনীতি ছেড়ে পালানোর পর নতুন ব্যবসায়িক উদ্যোগে হাত বাড়ানোর ধুম লেগেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিতর্কিত পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুনা বিশ্বাস এবার ক্যারিয়ার বদলে কানাডায় নতুন ব্যবসার পথে। কানাডায় গিয়ে ঘোষণা দিয়েছেন— এবার তিনি গিজার ব্যবসায় নামছেন!

বছরের পর বছর ধরে অভিনেত্রী হিসেবে আমাদের বিনোদন দিয়েছেন। এবার নিজের নামে 'অরুনা গিজার' নামে একটি কোম্পানি খুলে, গরম পানি ঢালার সেই উপদেশকে পরিণত করতে যাচ্ছেন নতুন ব্যবসায়িক সফলতায়। কানাডার শীতল আবহাওয়ায় এই কোম্পানি অবশ্যই হতে যাচ্ছে বিপ্লব। গিজার চালু হবে কিনা, সেটা সময় বলবে; কিন্তু গরম পানির হিট কিছু উপদেশ তিনি বিনা পয়সায় দিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক বিতর্ক থেকে দূরে সরে গিয়ে নিজের কোম্পানির প্রমোশন করতে গিয়ে তিনি বলেন, আমি ছাত্রদের গরম পানির উপকারিতা বোঝাতে চেয়েছিলাম, আর এই গিজার কোম্পানি তারই একটি অংশ। মানুষ গরম পানি ছাড়া বাঁচতে পারে না। তাই আমার গিজার কোম্পানি তাদের জীবন বদলে দেবে!

সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনা যতই তুঙ্গে উঠুক, অরুনা গিজারের উদ্বোধনী অনুষ্ঠান যেন ইতিমধ্যেই হিট! 'আলো আসবেই' গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর অরুনা বিশ্বাসের নাম দেশের বৃত্ত ছাড়িয়ে এখন কানাডার প্রবাসীদের মধ্যেও পরিচিত হয়ে গেছে। কানাডার শীতের রাতে, হয়ত তার গিজার নিয়ে অনেকেই অপেক্ষা করছেন— কখন আসবে সেই উষ্ণতা!

অভিনেত্রী থেকে গিজার কোম্পানির সিইও— এই পরিবর্তনকে কেউ কেউ ধন্যবাদ জানাচ্ছেন, আবার কেউ বলছেন, এই গিজার দিয়ে আসলে কতদিন দেশকে গরম রাখা যাবে?

১৫৯ পঠিত ... ১৭:৩৮, সেপ্টেম্বর ০৮, ২০২৪

Top