অতিবৃষ্টিতে ঢাকার রাস্তায় উঠে গেছে পানি। বসুন্ধরা, মিরপুর, ধানমণ্ডি এলাকা তলিয়ে গেছে পানির নিচে। এমন মানবিক বিপর্যয়ের সময় একদমই ঘরে বসে থাকতে পারেননি দেশের বিশিষ্ট মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী।
একান্ত কাল্পনিক এক সাক্ষাৎকারে ফারাজ করিম বলেন, আমার বসুন্ধরা, মিরপুর, ধানমণ্ডি আজ পানির নিচে। এমন অবস্থায় আমি পানির উপর থাকতে পারি না। আমি যাচ্ছি, ঢাকা। বন্যাকবলিত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের জন্য রেখে যাচ্ছি আমার বিকাশ নাম্বার।
সকালে ঢাকায় বন্যার খবর পাওয়ার পর থেকে মনটা বেশ ফুরফুরে বলেও জানান ফারাজ। ফেক আইডি থেকে বলেন, আমি সমাজসেবি মানুষ, সমাজের সেবা করতে না পারলে মনটা বড়ই বেজার থাকে। ঢাকায় বন্যা হচ্ছে শুনে মনটা বেশ ভালো লাগছে। মানবসেবা করতে পারার আনন্দে নাচতে ইচ্ছে করছে।
এই সময়ে অনেকের সমালোচনাও করেন তিনি। সাম্প্রতিক ফেনীর বন্যার কথা তুলে তিনি বলেন, ফেনী যখন বন্যা হলো তখন তো সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। ঢাকা যখন আজ পানির নিচে তখন আপনারা কোথায়?
দেশবাসীর উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, নাকি ফেনীর মানুষ মানুষ আর ঢাকার মানুষ মানুষ না?