মহাকাশে দেখা গিয়েছে সাদ্দাম ও ইনানকে

২৬৯ পঠিত ... ১৮:০০, সেপ্টেম্বর ০২, ২০২৪

11

গত বছরের সেপ্টেম্বরে এক সম্মেলনে ছাত্রলীগ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মহাকাশ দাপিয়ে বেড়াবে তারা। ছাত্রলীগের কর্মীরা একটি শপথ বাক্যে এটি পাঠ করেন।

সম্প্রতি স্বৈরাচার সরকার পালানোর পর খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্রলীগের অনেক নেতাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সৈকত এয়ারপোর্টে ধরা পড়লেও সাদ্দাম ও ইনান কোথায় সেটা জানা যাচ্ছিল না।

এদিকে এক ভুয়া সূত্র থেকে জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই দুই নেতাকে মহাকাশে দেখা গিয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এলাকায় ঘোরাফেরা করছেন তারা। জানা গেছে, স্পেস স্টেশনের সাথে ধাক্কা খেয়ে এই দুই নেতা একবার স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেন। এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে আবার স্মৃতি ফিরে পান।

জানা গেছে ছাত্রলীগ মহাকাশ শাখার নতুন কমিটির কথাও ভাবছেন তারা। দ্রুত কমিটি দেওয়া হতে পারে এমন এক ইঙ্গিত দিয়ে পৃথিবীতে থাকা ছাত্রলীগ নেতাদের উদ্দেশে তারা বলেন, কমিটি দেব। তোমরা যোগাযোগ করা শুরু করো। টাকা-পয়সা রেডি রাখো। মহাকাশ থেকে খেলা হবে।

২৬৯ পঠিত ... ১৮:০০, সেপ্টেম্বর ০২, ২০২৪

Top