বেতনের টাকায় চাল কিনে টেস্ট পাচ্ছেন না ঘুষখোররা

১৩৬ পঠিত ... ১৭:২২, সেপ্টেম্বর ০২, ২০২৪

17

গত ১৫ বছর ধরে নিজেদের স্যালারি অ্যাকাউন্টে হাত দিতে হয়নি অনেক ঘুষখোর সরকারি চাকরিজীবীদের। ঘুষের টাকা দিয়ে সংসার বেশ আরাম আয়েশে চলে যেত তাদের। তবে সরকার পরিবর্তনের ফলে জীবনযাত্রায় বেশ কিছু পরিবর্তন এসেছে এসব চাকরিজীবীদের। বিশেষ করে জীবন থেকে ঘুষ নামক ব্যাপারটি হারিয়ে যেতে শুরু করায়, এখন বেতনের টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। কেউ কেউ আবার অভিযোগ করেছেন বেতনের টাকায় কেনা চালে আগের মতো টেস্ট পাচ্ছেন না।

টেস্ট না পাওয়ার কারণ সম্পর্কে জানতে এক বিশেষ-অজ্ঞের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন, টানা ১৫ বছর ধরে এসব কর্মকর্তাদের জিহবা অসৎ কামাইয়ের চালে অভ্যস্ত হয়ে পড়েছিল, তাই এখন হুট করে নিয়মিত বেতনের টাকার চাল নিতে পারছে না। এদের জিহবায় থাকা সততার পিএইচ লেভেল ফিরে আসতে বেশ কিছু সময় লাগবে। কিছুদিন কষ্ট হলেও আশা করছি এসব অফিসারদের জিহবা লাইনে চলে আসবে, তখন আর ট্যাশ জনিত সমস্যা হবে না।  

এ ব্যাপারে এক ঘুষখোরের অভিব্যক্তি জানার জন্য যোগাযোগ করা হলে তিনি জানান, ঘুষ ছিল আমাদের জীবনে পরম আপনজনের মতো। হুট করে এমন আপনজন হারানোর বেদনা যে কত কষ্টের, তা আমার চেয়ে বেশি আর কে বোঝে বলেন! জীবন থেকে আপা গেল, ঘুষ গেল শেষমেশ খাওয়ার টেস্টটাও চলে গেলে এখন আমরা কী নিয়ে বাঁচব, এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম?

 

১৩৬ পঠিত ... ১৭:২২, সেপ্টেম্বর ০২, ২০২৪

Top