প্রিয় পাঠকবৃন্দ, বিশেষ করে তারা, যারা প্রতিদিন সকালে ফেসবুকের টাইমলাইনে ঢুকে দিন শুরু করেন। অন্যদের পোস্টের মাঝে কনটেক্সট খুঁজে বেড়ান, আপনাদের জন্য সুখবর! আর কষ্ট করে ফেসবুক স্ক্রল করে করে কনটেক্সট ভিক্ষা করতে হবে না। আসছে এক নতুন পত্রিকা, নাম ‘দৈনিক কনটেক্সট!’
স্বাধীন দেশে রাত হলেই ঘটে নতুন ঘটনা, রটে নানা রটনা। সারা রাত জেগে ইনসোমনিয়ায় ভোগা বাঙালি ঘটনার দফারফা করে ঘুমোতে চলে যায়। এদিকে আপনি ঘুম থেকে উঠে দেখেন নিউজফিড জুড়ে নানা পক্ষের নানা স্ট্যাটাস, মিম আর তর্কের ফুলঝুড়ি। কোনোদিন ডাকাত দেশ নিয়ে যায়, কোনোদিন র, কোনোদিন বুয়েটে নিষিদ্ধ হয়ে যাওয়া ছাত্রলীগ ইদের পর দল ঘোষণা করার জন্য এক্সপোজ খায় তো কখনও এক্সপোজ খায় MIST-এর শিক্ষকেরা। সকালে ঘুমের কারণে হ্যাং-খাওয়া মাথা আরও হ্যাং করে দেয় কনটেক্সটবিহীন-ভাবে নিউজফিডে দেখা মানুষের পোস্ট। আর কমেন্টে কমেন্টে কনটেক্সট ভিক্ষা করতে করতেই দেখেন ঘটে গেছে নতুন ঘটনা। তাই দৈনিক কনটেক্সট পত্রিকার লক্ষ্য একটাই— সব ধরনের ঘটনার পেছনের কনটেক্সট বের করে এনে আপনার সামনে তুলে ধরা। সকাল সকাল আপনার বাসায় পৌঁছে গিয়ে আপনাকে জানাবে, ‘র-এর এজেন্ট কী আসলেই বাংলাদেশ লইয়া লইতেছে’ কিংবা ‘গতকাল রাতে যে ছেলেটা বাসে দাঁড়িয়ে হেডফোনে গান শুনছিল, তার মন খারাপ কেন?’— এরকম হাজারো প্রশ্নের উত্তর।
তাছাড়া, পত্রিকাটির বিশেষ বিভাগ ‘ফ্ল্যাশব্যাক’ এ থাকছে, কোন স্ট্যাটাসের পেছনে পাঁচ বছর আগে কোন ঘটনার কনটেক্সট লুকিয়ে আছে তা নিয়ে বিশদ বিশ্লেষণ। কেউ যদি লেখে, শুনলাম, দেশের পিতা নাকি দেবদাস? আপনি জানবেন তার কনটেক্সট বহু বছর আগে কোনো এক ‘সোর্সবিহীন’ লেখা থেকে এসেছে।
আরও থাকছে ‘ইমার্জেন্সি কনটেক্সট হেল্পলাইন’, যেখানে আপনি ২৪/৭ কল করে যে কোনো স্ট্যাটাসের কনটেক্সট জেনে নিতে পারবেন। আপনি শুধু বলবেন, ভাই, একজন স্ট্যাটাস দিল যে, জীবনটা এভাবে চলতে পারে না, এর মানে কী? সাথে সাথেই আপনাকে উত্তর দেওয়া হবে— দাদা, ওনার পছন্দের ক্রিকেট দল কাল হেরে গেছে।
এখন থেকে আর নয় ফেসবুক স্ক্রলে স্ক্রলে কনটেক্সট ভিক্ষা। দৈনিক কনটেক্সট আপনার জীবনকে আরও সহজ করবে, এবং আপনি নিশ্চিত থাকবেন যে, আর কোনো কনটেক্সট আপনার হাতছাড়া হবে না।
সুতরাং, আজই সাবস্ক্রাইব করুন দৈনিক কনটেক্সট পত্রিকায়, আর পান প্রতিদিনের সব স্ট্যাটাস, মেসেজ, এবং ইমোজির পেছনের গোপন কনটেক্সট। কনটেক্সট ভিক্ষা আর নয়, কনটেক্সট এখন আপনার ঘরের দরজায়!