আওয়ামী নেতাদের রিমান্ডে হিরো আলম এবং মাহফুজ স্যারের গান রাখার দাবি জনতার

১০৫ পঠিত ... ১৬:৪০, আগস্ট ২৮, ২০২৪

WhatsApp Image 2024-08-28 at 16.33.55_a6c1183c

সরকার পতনের পর থেকে বেশ বিপাকেই আছেন আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে বেশিরভাগই বর্তমানে পলাতক থাকলেও অনেকে ডিবি হেফাজতে বেশ চ্যালেজিং টাইম কাটাচ্ছেন। রিমান্ডে সাধারণত ডিম দিয়ে আপ্যায়ন করা হলেও, আওয়ামী নেতাদের আপ্যায়নে আরও বিশেষ কিছু চেয়েছেন সাধারণ জনতাদের একাংশ। এই বিশেষ চাহিদার অংশ হিসেবে রিমান্ডের সময় এসব নেতাদের হিরো আলম এবং মাহফুজ স্যারের গান শোনানোর দাবি জানিয়েছেন কেউ কেউ।

বিষয়টি নিয়ে সাধারণ জনতা উচ্ছ্বাসিত থাকলেও এতে রিমান্ডে থাকা নেতাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশংকা করেছেন দলটির পলাতক নেতারা। এর পরিবর্তে তাদের পাকিস্তানি সিঙ্গার চাহাত ফাতেহ আলী খানের গান শোনানো যেতে পারে বলেও মতামত দিয়েছেন কেউ কেউ। তবে বিষয়টি নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন হিরো আলম এবং মাহফুজুর রহমান দুজনই। হিরো আলম বেশ স্বাভাবিক থাকলেও নিজের গান রিমান্ডের আসামীদের জন্য ব্যবহার করায় মাহফুজুর রহমানকে ক্ষিপ্ত দেখা যায়। তিনি আমাদের বলে, আমার গান শোনার জন্য ইদের সময় মানুষ টিভির সামনে বসে থাকে, আপনাদের কি ধারণা আমি খারাপ গাই? এসব জায়গায় আমার গান ব্যবহার করে আমাকে অপমান করার মানে কী? আপনি আমার একটা গান শুনে দেখেন তো আমি সত্যিই এত খারাপ গাই কিনা। বলে উনি গাওয়া শুরু করলে আমাদের প্রতিবেদক অজ্ঞান হয়ে যান।  

এই দুজনের গান শোনানো হবে জানার পর থেকে রিমান্ডে থাকা নেতারা ইতিমধ্যেই অসুস্থ হতে শুরু করেছেন বলে জানা যায় এক গোপন সূত্র। এমনকি গান না শোনার জন্য কেউ কেউ অজ্ঞান হয়ে থাকার ভান করছেন বলেও জানতে পেরেছি আমরা।

১০৫ পঠিত ... ১৬:৪০, আগস্ট ২৮, ২০২৪

Top