সচিবালয় ঘেরাও কর্মসূচির রোস্টার চান সুশীল সমাজ

৮৭ পঠিত ... ১৭:১৩, আগস্ট ২৭, ২০২৪

25

আন্দোলনের শহর ঢাকা, আর তার রাজধানী হলো সচিবালয়। অন্তবর্তীকালীন সরকার গঠনের পর দেশের প্রত্যেকটা কমিউনিটি নিজস্ব দাবি-দাওয়া নিয়ে হাজির হয়েছেন সচিবালয় ঘেরাও করতে। একদিন ডাক্তার, একদিন ডিমফ-ম্যাটস, একদিন আনসার, একদিন রিকশাওয়ালা— এমনিভাবে চলছে তো চলছেই। এমনকি সাময়িক বন্যা পরিস্থিতিতেও মুক্তি পাচ্ছে না সচিবালয়।

দ্বিতীয় স্বাধীনতাত্তোর ১ মাসের মধ্যে দেশে পরিবর্তন চাওয়া সুশীল সমাজ আজ দেশকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন। কেউ কেউ বলছেন, এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম...? তবে আন্দোলন থেকে পিছিয়ে নেই কোনো পেশার মানুষই। নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মচারী বলেন, খুব সমস্যায় আছি। আমরা কর্মচারীরাই একদিন আন্দোলন করতে চাই। কিন্তু আগামী মাসের মধ্যে স্লট ফাঁকা নাই। রোস্টার হয়ে গেছে... এই বলে তিনি আমাদের একটি ক্যালেন্ডার দেখান যেখানে পুরো সেপ্টেম্বরে কে কবে আন্দোলন করবে তার শিডিউল করা। 

এদিকে আনছার নামে আনসার বাহিনীর এক সদস্য বলেন, আর বইলেন না। আনসারদের আন্দোলনে যোগ দিতে গেছিলাম। রাস্তায় জ্যামের কারণে দেরি হওয়ায় যায়া পড়ছি রিকশাওয়ালাদের আন্দোলনে। অবস্থাটা চিন্তা করেন। তবে সুশীলদের কথা আলাদা। শেখ জয়রুন্নেসা নামের এক সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফেসবুকে লেখেন, এত আন্দোলন! কোনটা রেখে কোনটায় একাত্মতা প্রকাশ করব ভাবতে ভাবতেই আন্দোলন শেষ হয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের রোস্টারটি আমাদের দিন। পছন্দসই আন্দোলনে আমরাও যোগ দিতে চাই।

৮৭ পঠিত ... ১৭:১৩, আগস্ট ২৭, ২০২৪

Top