উদ্ধার করা হকিস্টিকগুলো হকি ফেডারেশনে ডোনেট করার প্রস্তাব

১৪২ পঠিত ... ১৬:৩৫, আগস্ট ১৮, ২০২৪

26

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা পালিয়েছেন দেশ ছেড়ে। পতনের পর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যায়লগুলোর হলে চলছে তল্লাশি। তল্লাশিতে ছাত্রলীগ নেতাদের রুম থেকে উদ্ধার করা হচ্ছে বিপুল পরিমাণে হেলমেট, হকিস্টিক। এই উদ্ধারকৃত হকিস্টিকগুলোই এবার হকি ফেডারশনে ডোনেট করার প্রস্তাব এসেছে। এর নিশ্চয়তা জানার জন্য আমরা নানান মিথ্যা পন্থা ব্যবহার করেছি।

আমাদের পন্থা ব্যবহার করার পর হকি ফেডারেশন থেকে একজন তার ফেক আইডির মাধ্যমে জানালেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ। দেশের অর্থনৈতিক অবস্থা মাথায় রেখেই আমরা এমন প্রস্তাব দিয়েছি। এমন অবস্থায় আমরা চাচ্ছি না, নতুন করে আমাদের প্লেয়ারদের জন্য হকিস্টিক কিনতে। তাই, ছাত্রলীগ নেতাদের রুম থেকে উদ্ধারকৃত হকিস্টিকগুলো আমাদের দিয়ে দিলে দেশ একটা খরচের হাত থেকে বাঁচবে। দেশ আমাদের, চিন্তাও আমাদের। আমি ক্রিকেট টিমকেও বলব, হেলমেটগুলো নিয়ে নেওয়া যায় কিনা এ ব্যাপারে একটু দেখতে। এমন হলে ক্রিকেটেও খরচ অনেকটা কমবে।

এ ব্যাপারে ছাত্রলীগের কী মতামত তা জানতে আমরা গর্তে লুকিয়ে থাকা এক ছাত্রলীগ নেতার সাথে কথা বলি। তিনি গর্ত থেকে একটু বের হয়ে আমাদের বলেন, আপনারা তো খালি বলেন, এই দেশ আওয়ামী লীগ আর ছাত্রলীগ ধ্বংস করেছে, দেশের জন্য আমাদের কোনো কন্ট্রিবিউশন নেই। অথচ দেখুন, আমরা দেশের কথা চিন্তা করেই আজীবন কাজ করে এসেছি। আমাদের এত বড় কন্ট্রিবিউশনকে আপনারা কীভাবে অস্বীকার করবেন? এটা বলেই তিনি আবার গর্তে চলে যান।

১৪২ পঠিত ... ১৬:৩৫, আগস্ট ১৮, ২০২৪

Top