ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দল চায় পলাতক আওয়ামী নেতারা

১৭১ পঠিত ... ১৫:৩৪, আগস্ট ১৮, ২০২৪

16

গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রচুর আওয়ামী লীগ নেতারা। বিদেশ বিভূইয়ে গিয়ে মোটামুটি অবসর সময় কাটছে তাদের। নিজেদের এই বেকার সময়কে কাজে লাগাতে এবার তাই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দল চেয়েছেন পলাতক এইসব আওয়ামী নেতারা। এমনকি নামের শেষে লীগ থাকায় তারা লীগের বিশেষ দল হিসেবে মাঠে প্রিমিয়ার লিগ অথরিটির কাছে বেশকিছু কোটা সুবিধাও চেয়েছেন বলে জানা যায়।

বিস্তারিত জানতে লন্ডনে থাকা এক পলাতক লীগার ভাই আমাদের বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে অন্য যেকোনো দলের থেকে আমাদের খেলার দাবিটি সবচেয়ে বেশি যৌক্তিক। কারণ আমরা তাদের লিগতুতো ভাই। পাশাপাশি মাঠে হকিস্টিক এবং হেলমেট পরে নামার অধিকারও আমরা চাই। আমাদের খেলাগুলো রাতে রাখলে কবর থেকে কিছু প্লেয়ার ভাড়া করে আনার চিন্তাভাবনাও রয়েছে আমাদের। তবে ফুটবল খেলায় হকিস্টিক নিয়ে মাঠে কেন নামবেন জানতে চাইলে, ভাইটি আমাদের প্রতিবেদককে দৌড়ানি দেন। 

ইংলিশ প্রিমিয়ার লিগে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির খবর ছড়িয়ে পড়ার পর লন্ডনে থাকা লীগার ভাইদের মধ্যে অনেকেই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। কিছু কিছু লীগার ভাই প্রতিপক্ষ দলের প্লেয়ারদের খেলা শুরুর আগেই গেস্টরুমে অ্যাপ্যায়ন করার দাবিও জানান। এমনকি উনাদের দলের বিরুদ্ধে প্রতিপক্ষ দলের কোনো প্লেয়ার, কোচ কিংবা দর্শক কিছু বললে তাদের খাতিরের জন্য বিশেষ Mirror room সুবিধাও থাকবে বলে জানিয়েছেন তারা।

তবে প্রিমিয়ার লিগে আওয়ামী লীগকে নেওয়া হলে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে জানিয়েছে লন্ডন বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি প্রিমিয়ার লিগে আওয়ামী নেতাদের থেকে তাদের নেতাদের অধিকার অনেক বেশি। আওয়ামী লীগকে এই টুর্নামেন্টে নেওয়া হলে তাদের মনোনিত ‘খাম্বা এফসি’ দলকেও নিতে হবে। অন্যথায় তারা ক্রিসমাসের পর কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান।

১৭১ পঠিত ... ১৫:৩৪, আগস্ট ১৮, ২০২৪

Top