বহু আগে এক বুজুর্গের মাধ্যমে বাংলাদেশ সফলভাবে চন্দ্রবিজয় করতে পারলেও মঙ্গলগ্রহ এতদিন দেশটির অধরাই ছিল। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটা ছবি থেকে জানা গেছে, এবার মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেশটির নভোচারিরা। মাথায় হেলমেট, পরনে নভোচারী সদৃশ জামা দেখে শতভাগ ভুয়া একটি তথ্যসূত্র থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে eআরকি।
মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেওয়ার অপেক্ষায় থাকা এই দুই নভোচারির নাম হলো, সালমান ও আনিস। জানা গেছে, মঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে তাদেরকে সদরঘাট থেকে ধরে এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তাদেরকে দ্রুতই মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হবে।
মঙ্গলে যাওয়ার প্রস্তুতির বিষয়ে কথা বলতে গেলে সালমান নামের ক্লিন শেভড নভোচারি একটি ফেক আইডি থেকে বলেন, প্রস্তুতি ভালো। দাড়ি কেটেছি, সাদা চুল কালো করেছি, সাদা ভ্রুও কালো করেছি। শেভ করার করার পর একটা ফেশিয়ালও করেছি। লুঙ্গি, টিশার্ট সব প্রস্তুত রাখা হয়েছে।
মঙ্গলে যাওয়ার পর নিজেদের ভাই ব্রাদারকেও নেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন আরেক নভোচারি আনিস। ফেক আইডি থেকে তিনি বলেন, আমরা যাচ্ছি। একটু থিতু হয়ে বাকিদেরকেও নিয়ে যাব। আরাফাত, পলক, কামাল ভাই, কাদের ভাই— ওনাদেরকে ছাড়া মঙ্গলে থাকা আমাদের জন্য কষ্টদায়কই হবে।