ইদানিং প্রতিটি রাত যেন লাইলাতুল গুজবের রাত। রাত হলেই সোশ্যাল মিডিয়া সয়লাব হতে শুরু করে নানাবিধ গুজবে। ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি ‘র’ থেকে শুরু করে সাকিব আল হাসান কেউই এই গুজব কাণ্ড থেকে রক্ষা পায়নি। গুজবের এমন অঢেল ছড়াছড়ি দেখে এবার তাই গঠিত হতে যাচ্ছে, গুজব ছড়ানো কমিটি (গুছক)। দেশের প্রতিটি এলাকায় এলাকায় গুছকের কমিটি স্থাপনের পাশাপাশি বিদেশেও তৈরি হবে এর বিদেশি কমিটি। চাইলে বিদেশিরাও সদস্য হতে পারবেন গুছকের, তাদেরকে ৪২০ ডলারের বিনিময়ে দেওয়া হবে মেম্বারশিপ। তবে বাংলাদেশিদের জন্য মেম্বারশিপ ফ্রি বলে জানিয়েছে গুছক।
গুছকের মেম্বার হতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে জানার জন্য এর সভাপতি গুজিয়াবুর রহমানের সাথে যোগাযোগ করা হয়। তিনি আমাদের বলেন, যোগ্যতা হিসেবে একজন গুছক সদস্যকে অবশ্যই রাতজাগা পাখি হতে হবে। এবং রাত হলেই নিত্যনতুন গুজবকে ক্রিয়েটিভ উপায়ে ছড়িয়ে দেওয়ার দক্ষতা থাকতে হবে। দরকারে মাঝেমধ্যেই লাইভে আসার মতো মানসিকতাও থাকতে হবে। আমাদের লক্ষ্য প্রতিটি রাতকেই লাইলাতুল গুজব হিসেবে প্রতিষ্ঠিত করা।
গুছকের ঘোষণা আসার পরপরই সেখানে মেম্বার হওয়ার জন্য যোগাযোগ করতে শুরু করেন হাজার হাজার মানুষ। তবে গুছকের পেইজে দেওয়া নাম্বারে যোগাযোগ করা হলে জানা যায় সেই নাম্বারটি সদরঘাটের এক মাঝির এবং এই কমিটি গঠনের বিষয়টি পুরোটাই গুজব। তিনি এই ব্যাপারে কিছুই জানেন না।