ফৌজিয়াকে মোটামুটি মধ্যবিত্তই বলা চলে। বড় ভাইয়ের একটা পুরোনো গাড়ি আছে, তা নিয়েই মাঝে মাঝে চলাফেরা করেন তিনি। কখনও কখনও চলাচল করেন উবারে। ফৌজিয়ার কেবল একটাই সমস্যা, তার চেহারায় কিছুটা বড়লোকি বড়লোকি ব্যাপার আছে। এই বড়লোকি চেহারা নিয়েই ঝামেলায় পড়েছেন তিনি। রাস্তায় স্টুডেন্ট ট্রাফিকরা বারবার চেক করছেন তার গাড়ি। কিছু না পেয়ে বিশ্বাস করতে না পারলে আবারও চেক করছেন।
বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ট্রাফিক কন্ট্রোল বিভাগের এক স্টুডেন্ট ফেক অ্যাকাউন্ট থেকে বলেন, ওনার চেহারাতেই সমস্যা। দেখেই মনে হয় বড়লোক। রাস্তায় এমন অনেক বড়লোক দুর্নীতিবাজদের গাড়িতে আমরা টাকা পাচ্ছি। সেজন্য ওনাকে চেক করা হচ্ছে বারবার। ওনার উচিত হবে দ্রুত চেহারা চেঞ্জ করে চেহারায় একটা মধ্যবিত্ত ব্যাপার নিয়ে আসা।
ফৌজিয়াও জানান নিজের ভোগান্তির কথা। তিনি বলেন, গাড়ি বাদ দেন, রিকশা, সিএনজি নিলেও ধরছে। বাজারের ব্যাগ নিয়ে হেঁটে গেলেও ধরছে। কী একটা বিপদ! প্লাস্টিক সার্জারি করে যে চেহারা চেঞ্জ করব সে টাকাও তো নাই।