সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষজন রাত জেগে এলাকা পাহারা দিতে শুরু করেছে। প্রথমদিকে স্বাচ্ছন্দ্যে ডাকাতি করতে পারলেও, মানুষজনের সচেতনতার কারণে স্বাধীনভাবে ডাকাতি করতে পারছে না ডাকাতরা। এর পাশাপাশি ডাকাতদের নাচাতেও শুরু করায় বেশ বিপাকে আছে ডাকাত সমাজ। নাচের পূর্ব অভিজ্ঞতা এবং চর্চা না থাকায় বেশ ভালো হেনস্তাও হতে হচ্ছে তাদের।
এবার তাই ডাকাতির প্রস্তুতি হিসেবে তাদের নাচ শেখার নির্দেশ দিয়েছে ডাকাত সোসাইটি। একজন প্রফেশনাল ডাকাত হিসেবে অন্য সব স্কিলের পাশাপাশি ভালো ড্যান্সার হওয়া আবশ্যক বলে জানিয়েছেন তাদের সভাপতি। নাচের প্র্যাকটিস করতে করতে তিনি আমাদের বলেন, স্বাধীন দেশে স্বাধীনভাবে ডাকাতি করতে পারছি না বিষয়টি মানসিকভাবে বেশ পীড়া দিচ্ছে। কই আগে মন্ত্রী আমলারা যে এত হাজার হাজার কোটি টাকা ডাকাতি করে পাচার করে দিলো, তাদের তো একজনকেও নাচাতে পারলেন না। পারেন খালি আমাদের সাথেই। যাই হোক আমার ডাকাত ভাইদের আমি বলতে চাই, নিজের সুরক্ষার তাগিদে হলেও আপনারা নাচ শিখুন। কথ্যক, হিপহপ কিংবা অন্য যেকোনো ঘরানাই হোক নাচে অভিজ্ঞ হোন। তাহলে অন্তত ধরা খেলে একটু আনন্দ ফুর্তি দিয়ে বেঁচে যেতে পারবেন।
অন্যদিকে এই বিষয়টিকে নতুন ব্যবসার ক্ষেত্র হিসেবে নিয়ে ডাকাত স্পেশাল শর্ট ড্যান্স কোর্স চালু করেছে ঢাকার বেশ কয়েকটি নাচের স্কুল। নিজেদের পরিচয় লুকিয়ে যেকোনো ডাকাত ভাই এসব স্কুলে রাতের বেলায় নাচ শিখতে পারবেন। তবে শর্ত হচ্ছে, তাদের স্কুলে ডাকাতি করা যাবে না। এমনকি পূর্ববর্তী সরকারের কোনো এমপি মন্ত্রীও চাইলে এই কোটায় কোর্সটি করতে পারেন। তবে তাদের জন্য কোর্স ফি কিছুটা বেশি হবে।