১#
স্ত্রী: ছি, ছি, তোমার মতো বাজে ছেলে আর দেখিনি! আমার অবর্তমানে নিত্যনতুন মেয়ে নিয়ে আমারই বিছানায় ঘুমিয়েছ।
স্বামী: ভুল বললে, আমরা ঘুমাইনি। জেগেই ছিলাম।
২#
সামিয়া: কী ব্যাপার, রোজ তুই গাউন পরে ঘুমাস, কিন্তু আজ যে শুধু অন্তর্বাস পরে ঘুমাচ্ছিস?
হিয়া: কারণ আছে। কাল রাতে আমার স্বপ্নে তোর প্রেমিক আমার কাছে এসেছিল। আমার পরনে গাউন থাকায় খুব রাগ করেছে। আজ যদি ফের আসে…তাই।
৩#
সুমনা: বেশ ক’দিন ধরে লক্ষ করছি রাতে আর আমার প্রতি আমার স্বামীর আগ্রহ নেই।
সানজিদা: আজ রাতেই দেখবি আগ্রহ ফিরে এসেছে।
সুমনা: কী করে বুঝলি?
সানজিদা: আজ সকালেই আমার উনি বিদেশ থেকে ফিরে এসেছেন।
৪#
১ম বান্ধবী: রুবেলের প্রতি আমি বিরক্ত হয়ে গেছি। সে হানিমুনের পর থেকে আর আমাকে চুমু খাচ্ছে না।
২য় বান্ধবী: তাহলে তোর ওকে ডিভোর্স করা উচিৎ।
১ম বান্ধবী: কীভাবে করবো? রুবেল তো আমার স্বামী নয়!
৫#
প্রেমিকা: আস্তে, আমার হার্ট অনেক দুর্বল।
প্রেমিক: চিন্তা করো না, অতোদূর যাবে না।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন