যে কৌতুকগুলো সিঙ্গেলরা কখনই বুঝবে না

৪৪৬৫ পঠিত ... ১৬:৪৫, মে ২৭, ২০২৩

যে-কৌতুকগুলো

১#

দেখো সেলিম, তুমি যদি এখন আমাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করো, তার ফল কী হবে জানো?

সেলিম: না, কী হবে?

: জানতেও ইচ্ছা করে না তোমার?

২#

আরিফ: দেখো, আমাদের আর লিভ টুগেদার করা উচিৎ নয়।

সাদিয়া: ঠিক বলেছ, বিয়ে করে ফেলা দরকার।

আরিফ: তা হলে তুমি আগে করো… লেডিস ফার্স্ট!

৩#

স্ত্রী: সেদিন রাতে ডলি ডলি বলে চেঁচাচ্ছিলে… আমি জিজ্ঞেস করতে বললে ওটা রেসের ঘোড়া।

স্বামী: হ্যাঁ, তো সমস্যা কী?

স্ত্রী: তোমার সেই রেসের ঘোড়া আজ ফোন করে জানালো, সে কনসিভ করেছে।

৪#

নবদম্পতি গেছে হানিমুনের হোটেল বুকিঙে…

স্ত্রী: বাহ! আমার স্বামীকে তো দেখছি আপনারা সবাই চেনেন।

ম্যানেজার: জি স্যার, উনি তো আমাদের বান্ধা কাস্টমার। ওনার প্রতি হানিমুন আমাদের হোটেলেই করেন।

৫#

আর্ট গ্যালারির একটা ছবির সামনে ব্যাপক ভিড়! ছবিটি হচ্ছে একটি নগ্ন মেয়ের, যার নিচের অংশ একটি ছোট পাতা দিয়ে ঢাকা। ছবির নাম, ‘বসন্ত।’

এক স্বামী অনেকক্ষণ ধরে মুগ্ধ হয়ে দেখছে…

স্ত্রী: তুমি কি শীতকাল পর্যন্ত এখানেই অপেক্ষা করবে নাকি?

৪৪৬৫ পঠিত ... ১৬:৪৫, মে ২৭, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top