মাতালদের নিয়ে দশটি 'হিক্ক... আমি কিছু খাইনি' কৌতুক

২৫৯৫ পঠিত ... ১৬:৩৪, সেপ্টেম্বর ২৪, ২০২২

matal-jokes

১#

এক মাতাল টলতে টলতে এক ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়াল।

: এই আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও তো।

: আমি এ হোটেলের দারোয়ান নই, আমি একজন এয়ার মার্শাল।

: বেশ তো, তা হলে একটা প্লেনই ডেকে দাও।

 

২#

আমেরিকার কোন এক রাস্তায় দুইজন বাঙালি মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে।

সাকিব: আমি এই দেশটা কিনে নেব।

অনন্ত: কিনবি মানে! আমি বেচলে তো কিনবি!

 

৩#

দুই মাতাল রাতে মদ খেয়ে আকাশের দিকে তাকিয়ে একজন আরেকজনকে বলছে, ‘দেখ তো আকাশে চাঁদ নাকি সূর্য?’

১ম মাতাল: ওটা সূর্য।

২য় মাতাল: নারে ওটা চাঁদ।

এটা নিয়ে ওরা যখন তর্ক করছিল তখন আরেকজন মানুষ ওদের পাশ দিয়ে যাচ্ছিল।

১ম মাতাল বলল, ‘ভাই বলেন তো আকাশে চাঁদ নাকি সূর্য?’

লোকটা বলল ‘ভাই আমি বলতে পারব না, আমি এই এলাকায় নতুন এসেছি।’

 

৪#

এক মাতাল দু’তলা থেকে জানালা দিয়ে হিসু করছে।

তখন আরেক মাতাল বলছে, ‘আরে তোর হিসু বেয়ে তো চোর উঠে যাবে!’

এ কথা শুনে প্রথম মাতাল বলল, ‘আমি কি তোর মতো বলদ নাকি, আমি ছেড়ে ছেড়ে করছি, যাতে চোর উঠে আর পড়ে যায়!’

 

৫#

এক মাতাল মদ খেয়ে রাস্তার মাঝে বসে আছে…

রাস্তার দুই পাশে অনেক মানুষ দেখে মাতাল সবাইকে ডেকে বলতে লাগল, ‘আমার ডান পাশে যারা আছে তারা সবাই দুর্নীতিবাজ, আর বাম পাশে যারা আছে তারা সবাই মাতাল।‘

এই কথা শোনার পর, ডান পাশ থেকে একজন বলল, ‘এই যে শুনুন, আমি কিন্তু টাউট নই।‘

মাতাল: ও আচ্ছা, তাহলে আপনি মাতাল! আপনি বাম পাশে এসে দাঁড়ান।

 

৬#

নববর্ষের রাত। গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল অনন্ত। মাঝরাস্তায় পুলিশ তার পথ রোধ করে দাঁড়াল।

পুলিশ: কোথায় যাচ্ছেন?

উইলিয়াম: বক্তৃতা শুনতে।

পুলিশ: এত রাতে আপনাকে বক্তৃতা শোনাতে কে বসে আছে, শুনি?

উইলিয়াম: আমার স্ত্রী

 

৭#

দুই মাতাল গ্যালারিতে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। এমন সময় ব্যাটসম্যান ছক্কা মারল।

১ম মাতাল: ওহ! কী দারুণ একটা গোল দিল।

২য় মাতাল: আরে গাধা, গোল কি এই খেলায় হয় নাকি? গোল তো হয় ক্রিকেট খেলায়!

 

৮#

এক মাতাল কুকুরের উপর বসে ঘুরে বেড়াচ্ছে, তা দেখে আরেক মাতাল বলল,

‘তোকে পুলিশ ধরবে।’

: কেন?

: তুই হেলমেট পড়িসনি কেন?

: ধুর মাথামোটা, নিচে তাকিয়ে দেখ, এটা চার চাকা।

 

৯#

এক মাতাল রেলস্টেশনে দাঁড়িয়ে।

: দাদা তুরাগ কয়টায়?

ব্যক্তি: সাতটায়।

: ভাওয়াল?

ব্যক্তি: দশটায়।

: জামালপুর?

লোকটা বিরক্ত হয়ে ‘ধুর মিয়া, আপনি যাবেন কোনটায়?’

: আমি যাব না, লাইন পার হব।

 

১০#

এক মাতালকে ধরে এনেছেন থানার হাবিলদার।

ইন্সপেক্টর: এটাকে নিয়ে এসেছ কেন?

হাবিলদার: স্যার, সে রাত দুইটার সময় একটা ট্যাক্সির সামনে দাঁড়িয়ে চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।

ইন্সপেক্টর: চালককে নিয়ে এসো।

হাবিলদার: এটাই তো সমস্যা স্যার। ট্যাক্সির ভিতরে কোন চালক ছিল না!

২৫৯৫ পঠিত ... ১৬:৩৪, সেপ্টেম্বর ২৪, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top