বন্ধুদের নিয়ে দশটি 'ঝাক্কাস মামা' কৌতুক

১২৬৩ পঠিত ... ১৭:২০, সেপ্টেম্বর ১৯, ২০২২

Bondhuder-koutuk

১#

অনন্ত: কী রে, কেমন আছিস?

জলীল: ভাল না দোস্ত। বর্ষা আমার জীবনটা বরবাদ করে দিয়েছে!

অনন্ত: আমারটাও!

 

২#

দুই বেকার বন্ধুর দেখা হলো রাস্তায়।

: কী রে, তোর খবর কী?

: ভাবছি একটা গাড়ি কিনব। চাকা ঘুরালেই পয়সা।

: তা হলে এত টাকা দিয়ে গাড়ি কিনার দরকার কী? একটা চাকা কিনে বসে বসে ঘুরালেই তো হয়।

 

৩#

দুই বন্ধু ড্রইংরুমে বসে মদ্যপান করছিল। সারা বিকেল মদ খাওয়ার পর এক বন্ধু অন্য বন্ধুকে বলল, ‘তুই আর খাসনে রে, তোকে খুব ঝাপসা দেখাচ্ছে।‘

 

৪#

এক লোক তার বন্ধুদের কাছ থেকে প্রায়ই এটা-ওটা চেয়ে নিত। একদিন সে তার এক বন্ধুকে গর্ব করে বলছিল, ‘আমার গায়ের শার্ট, প্যান্ট, জুতা, মোজা এমনকি টাইটা পর্যন্ত আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া। বলতে পারিস শুধু গায়ের চামড়াটাই আমার।‘

বন্ধুটি তার উপর আগে থেকেই রেগে ছিল। বলল, ‘চামড়াটাও তোমার নয় বন্ধু, ওটা গণ্ডারের।‘

 

৫#

রাস্তায় দুই বন্ধুর দেখা। এক বন্ধু খোঁড়াচ্ছে।

: কী রে, তোর পা ভাঙল কীভাবে?

: আর বলিস না, সিগারেটটা ছুঁড়ে মেরেছিলাম খোলা ম্যানহোলে।

: তাতে পা ভাঙবে কেন?

: অভ্যাস বশে পা দিয়ে মাড়িয়ে নিভাতে গিয়েছিলাম।

 

৬#

দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটছিল।

হঠাৎ কুকুরের ঘেউ ঘেউ শুনে ঘাবড়ে গেল এক বন্ধু। অন্য বন্ধু ভরসা দেবার জন্য বলল, ‘এত ভয় পাচ্ছিস কেন? প্রবাদ আছে না, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না।‘

: প্রবাদটা তুই জানিস, আমিও জানি, কিন্তু কুকুরটা কি জানে?

 

৭#

দুই বন্ধু মটর সাইকেলে যাচ্ছে।

: এত জোরে চালাস নে ভাই, আমার ভয় লাগছে।

: তা হলে আমার মত চোখ বন্ধ করে রাখ।

 

৮#

দুই বন্ধু গল্প করছে।

: বিয়ের পরের দিনগুলো ছিল বড় সুখের।

: কী রকম?

: অফিস থেকে বাড়ি ফিরতেই আমার ছোট্ট কুকুরটা চেঁচামেচি জুড়ে দিত আর তার পেছন পেছন হাসিমুখে আসত আমার স্ত্রী। তার হাতে থাকত আমার চটি জুতো।

: আর আজকাল?

: আজকাল বাড়ি ফিরলে চটি জুতো মুখে করে আনে কুকুরটা আর পেছনে চেঁচাতে চেঁচাতে আসে আমার স্ত্রী।

 

৯#

দুই বন্ধুর মধ্যে আলাপ হচ্ছে।

: স্ত্রীর জন্য আমার আর মুখ দেখাবার উপায় রইল না। রোজ রাতে বারে যায়।

: ছি ছি ছি কী জঘন্য কথা! কী করে বারে গিয়ে?

: আমাকে টেনেহিঁচড়ে বাড়িতে নিয়ে আসে।

 

১০#

দুই বন্ধু পান চিবাতে চিবাতে সিনেমা হলে সিনেমা দেখছিল।

: এই আমার পানের পিকটা কোথায় ফেলি বল তো।

: কেন, তোর পাশের লোকটার পকেটে ফেল।

: যদি টের পেয়ে যায়?

: টের পাবে কেন? আমি যে তোর পকেটে ফেললাম, সেটা কি তুই টের পেয়েছিস?

১২৬৩ পঠিত ... ১৭:২০, সেপ্টেম্বর ১৯, ২০২২

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top