ক্রিসমাসের যে ১২টি জোক আপনার মিস করা একেবারেই ঠিক হবে না

৩৩৬৯ পঠিত ... ২০:০৪, ডিসেম্বর ২৫, ২০১৯

১#
ক্রিসমাসের আগের সপ্তাহে দুটি  ভাই তাদের নানুর বাসায় বেড়াতে গেছে। রাতে ঘুমানোর আগে বিছানায় হাটু গেড়ে উচ্চস্বরে প্রার্থনা শুরু করে দিল।

ঈশ্বর আমাকে একটা বাইসাইকেল দাও...

ঈশ্বর আমাকে নতুন নিন্টেন্ডো পাইয়ে দাও...

ছোট ভাইয়ের প্রার্থনা শুনে বড় ভাই বললো, তুই এতো উচ্চস্বরে প্রার্থনা করছিস কেন? ঈশ্বর তো কানে কম শোনে না।

ছোট ভাই বললো, আরে ঈশ্বর না, নানু তো কানে কম শোনে!

 

২#
: স্যান্টা ক্লজের জাতীয়তা কী?
: নর্থ পোলিশ।

 

৩#
: ক্রিসমাস ট্রি পুরুষদের চেয়ে কেন ভালো?
: এমনকি সাইজে ছোটগুলোও তৃপ্তি দিতে পারে।  

 

৪#
: যারা স্যান্টাক্লসের ভয়ে সবসময় ভীত তাদেরকে কী বলে?
: ক্লস্ট্রোফোবিক। 

 

৫#
এক লোক চার্চের সামনে  দিয়ে যাচ্ছিলো। প্রিস্ট চার্চের গেটে দাঁড়িয়ে ছিলো। লোকটাকে দেখে প্রিস্ট এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করে বললো, ‘আপনার উচিত ঈশ্বরের আর্মিতে যোগ দেয়া।'

: আমি ঈশ্বরের আর্মিতে ইতোমধ্যেই আছি।

: কিভাবে? আমি তো ঈস্টার আর ক্রিসমাস ছাড়া আপনার দেখাই পাই না?

: আমি সিক্রেট সার্ভিসে আছি। 

 

৬#
: স্যান্টা যে আসলে পুরুষ, কিভাবে বুঝবেন?
: কোনো নারী প্রতিবছর একই পোশাক পড়ে থাকে না। 

 

৭#
: ক্রিসমাস গাছ কেটে ফেলাকে এক কথায় কী বলে?
: ক্রিসমাস চপিং। 

 

৮#
: স্যান্টার প্রিয় সংগীতশিল্পী কে?
: এলফ-ইস প্রিসলি!

 


৯#
: স্যান্টার অধিনস্ত কর্মচারীকে কী বলবেন?
: সাবঅর্ডিনেট ক্লজ। 

 

১০#
: স্যান্টা ক্লজ সবসময় হাসে কেন?

: সে জানে সব দুষ্টু মেয়েগুলি কোথায় থাকে।

 

১১#
একটা ছেলে স্যান্টাকে চিঠি লিখেছে-

‘প্রিয় স্যান্টা, আমাকে তুমি একটি ছোট ভাই পাঠাও।'

স্যান্টার উত্তর এলো: তোমার আম্মুকে আমার কাছে পাঠিয়ে দাও।   

 

১২#
ক্রিসমাস উপলক্ষে বিশেষ প্রতিযোগিতার অংশ হিসেবে দুজন বিখ্যাত জাপানি সামুরাইয়ের মধ্যে চলছে দক্ষতার লড়াই।  প্রথমজন তলোয়ার চালিয়ে একটা মাছিকে দ্বিখণ্ডিত করে ফেললো। দ্বিতীয়জনও মাছির উপর তলোয়ার চালাল কিন্তু মাছির কিছুই হলো না। বিচারকরা বললো, 'কই কিছুই তো হল না।'

দ্বিতীয় সামুরাইয়ের উত্তর, ও আর কখনও বাবা হতে পারবে না।‘  

৩৩৬৯ পঠিত ... ২০:০৪, ডিসেম্বর ২৫, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top