হাসতে হাসতে পড়ে যাওয়ার মতো ১০টি কৌতুক

১১৫২ পঠিত ... ১৮:৪১, মে ১৪, ২০১৯

১#  

ইলেকট্রিক মিস্ত্রী তার সহকারীকে উপরে তুলে দিয়ে বললো, ওই যে দুটো তার দেখছো যেকোনো একটাতে হাত দাও দেখি।
সহকারী একটাতে হাত দিলো।

: কী? কিছু বুঝতে পারছো?
: কই, না তো!
: খবরদার পাশের তারে হাত দিও না, ওটা দিয়ে এক হাজার ভোল্টেজ পাস হচ্ছে।

 

২#
আপেল গাছের দুই আপেল কথা বলছে।

: নিচের দিকে তাকিয়ে দেখ, কী অশান্তি। মানুষগুলো পরস্পর ঝগড়া করছে। একে অপরকে ঠকাচ্ছে, মারছে, লুটপাট করছে মনে হচ্ছে মানুষগুলো আর একসঙ্গে থাকতে চাইছে না। এই করতে করতেই একদিন ওরা শেষ হয়ে যাবে। তখন শুধু আমরাই থাকবো আর পৃথিবী শাসন করতে থাকব।
: আমাদের মধ্যে কারা? কাঁচারা না পাকারা?

 

৩#
দামি পোশাক পরা এক লোক বাসের মধ্যে পকেটমারকে হাতেনাতে ধরে ফেললেন।

: তোমার লজ্জা করা উচিৎ! মানুষের পকেটে হাত দাও!
: লজ্জা তো আপনার করা উচিৎ, এমন দামি পোশাক পরেছেন অথচ পকেটে এক পয়সাও নেই।

 

৪#
প্রফেসর: এই ছেলে তুমি কি ক্লাসের প্রফেসর নাকি?
ছাত্র: না স্যার।
প্রফেসর: তা হলে গাধার মতো কথা বলো না।

 

৫#
স্বামী: গতবার তোমার জন্মদিনে একটা নেকলেস দিয়েছিলাম। তুমি বলেছিলে, এর উত্তর দেওয়ার ভাষা তুমি খুঁজে পাচ্ছো না, মনে আছে?
স্ত্রী: আছে। এবার কী দিচ্ছ?
স্বামী: একটা অভিধান।

৬#
: আপনি যে আমার শিশু পরিচর্যার কাজ করবেন বলছেন, আপনার কি শিশু সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে?
: নিশ্চয়ই, আমি নিজেই তো একসময় শিশু ছিলাম।

 

৭#
: এ কথা কি সত্যি যে কালো বিড়াল যদি আমার পেছন পেছন আসে তবে আমার সুখের সময় এসেছে বলে বুঝতে হবে?
: তুমি মানুষ না ইঁদুর তার উপর নির্ভর করবে।

 

৮#
প্রেমিকার বাবা: তুমি মদ খাও?
প্রেমিক: এটা প্রশ্ন, না আমন্ত্রণ?

 

৯#
দুই দেশের দুই পর্যটক সুন্দর এক বিকেলে নৌকা বিহার করছিল। হঠাৎ এক পর্যটকের নৌকা উলটে গেল। পর্যটকের অবস্থা যখন মরমর তখন অন্য পর্যটক বললো, আপনার অবস্থা দেখছি খুবই শোচনীয়। অল্প সময়ের মধ্যে আপনার মৃত্যু হলে আমি কি আপনার উলটে যাওয়া নৌকাটা নিজের করে নিতে পারি?

 

১০# 

সকালে ঘুম থেকে উঠে একজন তার বাড়ির সামনে একটা মরা গাধা পড়ে থাকতে দেখলেন। খবর দিতে তিনি পুলিশ স্টেশনে গেলেন।

পুলিশ বললো, আমরা কী করবো? আপনার বাড়ির সামনে গাধা মরেছে তাতে আমাদের কী? আপনি গাধাকে দাহ করুন বা কবর দিন, যা খুশি করুন। আমাদের খবর দিতে এসেছেন কী ভেবে?

লোকটা শান্ত কণ্ঠে বললেন, যতদূর জানি, কেউ মরলে তার নিকটবর্তী আত্মীয়দেরই প্রথম খবর দিতে হয়... 

১১৫২ পঠিত ... ১৮:৪১, মে ১৪, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top