সুইসাইড প্রিভেনশন সেন্টারে আজেবাজে কল আসলে যা ঘটে

১০৯৪ পঠিত ... ১৬:২৭, ডিসেম্বর ০৮, ২০১৮

সুইসাইড প্রিভেনশন হেল্প সেন্টার নামে একটা প্রতিষ্ঠান, তাদের কাজ হচ্ছে কেউ সুইসাইড করতে চাইলে তার আগে তাদের কাছে ফোন করে সাহায্য চাইতে পারে। তখন সেই সুইসাইড প্রিভেনশন হেল্প সেন্টার থেকে তাদের কাউন্সেলিং করা হয়। তারা তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরে আর সুইসাইড করে না।

সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে এক রিপোর্টার গেল তাদের অফিসে। নানান আলোচনার পর রিপোর্টার বলল-
—আচ্ছা, কেউ সুইসাইড করার আগে আপনাদের ফোন করার পর আপনারা কাউন্সেলিং করে তাকে সুইসাইড প্রক্রিয়া থেকে নিবৃত্ত করেন, তাই না?
—হ্যাঁ।
—আচ্ছা আজেবাজে ফোন আসে না?
—তা তো আসেই...আজেবাজে ফোনই বেশি আসে...
—তাদের কী বলেন?
—তাদের সুইসাইড করার পরামর্শ দেই!

১০৯৪ পঠিত ... ১৬:২৭, ডিসেম্বর ০৮, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top