ছেলেটি যে কারণে হাসতে হাসতে মাছি তাড়াচ্ছিলো

১৮৫৫ পঠিত ... ১৮:২৫, মে ২৩, ২০১৮

ট্রেনে চলেছেন এক ভদ্রলোক। অনেকক্ষণ যাবৎ তিনি লক্ষ করছেন উল্টো দিকের সিটে একটা ছোকরামতো ছেলে আপন মনে কখনো খিকখিক, কখনো হোঃ হোঃ করে হেসে যাচ্ছে, আর মাঝে-মাঝে হাসি থামিয়ে মুখের উপর থেকে হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করছে।

অলংকরণ: সামির

এভাবে সাত-আটটা স্টেশন যাওয়ার পর ভদ্রলোক তার কৌতূহল চেপে রাখতে পারলেন না। ভাবলেন, 'পাগল টাগল নাকি?'

: এই যে ভাই, আপনার ব্যাপারটা কী বলুন তো! সেই কখন থেকে হেসে যাচ্ছেন...।
: আমি নিজেকে হাসির গল্প শোনাচ্ছি।
: আর ওই মাছি তাড়ানোর ব্যাপারটা...?
: ওগুলো আমার জানা গল্প, তাই ওগুলো শুনতে চাইছি না। তারপর একটা নতুন গল্প শোনাতে শুরু করছি, যেটা আগে শুনিনি কখনো।

১৮৫৫ পঠিত ... ১৮:২৫, মে ২৩, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top