‘বলী'—বাংলাদেশী সিনেমার অর্জনের ইতিহাসে নতুন নাম

৯৩ পঠিত ... ১৭:৪৬, অক্টোবর ১৫, ২০২৩

‘বলী`—বাংলাদেশী-সিনেমার-অর্জনের-ইতিহাসে-নতুন-নাম

বাংলাদেশী সিনেমার অর্জনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলো 'বলী'। এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘বুসান চলচ্চিত্র উৎসব’-এর ২৮তম আসরে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছে বাংলাদেশী কোনো সিনেমা।

‘বলী’সিনেমার চিত্রনাট্যের প্রথম খসড়া লেখার কাজ হয় ২০১৪ সালে। পরিচালক ইকবাল হোসাইন চৌধুরীর ভাবনা ছিল ‘বলী’কে ৪০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানানো হবে। সব পরিকল্পনা চূড়ান্ত, শুটিংয়ের আগের দিন বেঁকে বসলেন ছবির মূল অভিনেতা। ভেস্তে গেল সব। পরিচালক বলেন, ‘পরবর্তী সময় এই গল্পটাকে আমি বেছে নিয়েছি নাকি গল্প আমাকে বেছে নিয়েছে, জানি না।’ দেশের প্রেক্ষাপটে সিনেমা নির্মাণ মানেই নানা প্রতিকূলতা। তবে এসব কোনোকিছুরই তোয়াক্কা না করে ২০২১ সালে সরকারি অনুদান পায় ‘বলী’।

তবে এ সিনেমা তৈরি করতে যেয়ে বেশ প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে টিম 'বলী'কে। অভিনেতাদের বলীখেলা শেখানোর জন্য দুজন বলীও খুঁজে আনতে হয়েছে সেই কুতুবদিয়া থেকে।

সিনেমার পরিচালক ইকবাল চৌধুরী  আগে ছিলেন সাংবাদিক। সেখান থেকে চলচ্চিত্র নির্মাণে আসার গল্পটা একদমই আলাদা। তাকে সবকিছু আবার আবার শুরু করতে হয়েছে। কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ হতে দুই বছরের জন্য ফেলোশিপও পেয়েছেন এই গুণী পরিচালক। তিনি বলেন, ‘সাধারণত যাঁরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ফিল্ম প্রোডাকশন পড়েন, তাঁরা ফিল্ম ফিলোসফি পড়েন না। আমার সমস্যা, আমি দুটোই পড়েছি। সিনেমার দুটো দিকই আমার সমান পছন্দ।

একজন তরুণ, তিনবারের চ্যাম্পিয়ন বলী খেলোয়াড়কে চ্যালেঞ্জ করেছে একজন বয়স্ক লোক—এটাই গল্প। কিন্তু ‘বলী’ আসলে স্রেফ এই শক্তি আর কৌশলের খেলার চেয়ে বেশি কিছু। গল্প সম্পর্কে আপাতত এটুকুই বলতে চান পরিচালক।

বুসান চলচ্চিত্র উৎসবের বেশ কয়েকটি বিভাগের মধ্যে নিউ কারেন্টস বিভাগে পুরস্কার পেয়েছে ‘বলী’। কিম জিসুক বিভাগে প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমাও আছে। 'বলী'-র এই অর্জন বাংলাদেশের সিনেমার ইতিহাসে অবশ্যই একটি অবিস্মরণীয় ঘটনা। বলী'-র হাত ধরে সূচিত হওয়া এই পুরস্কারের মতো বছর বছর ভারী হোক মাধ্যমেই বাংলা সিনেমার অর্জন ভাণ্ডার। চারদিকে ছড়িয়ে পড়ুক বাংলা সিনেমার জয়জয়কার…

৯৩ পঠিত ... ১৭:৪৬, অক্টোবর ১৫, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top