সোশ্যাল মিডিয়া জুড়ে কোথা থেকে আসলো Moye Moye

২২৭ পঠিত ... ১৭:৫৭, অক্টোবর ১১, ২০২৩

Moye-moye (3)

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে সার্বিয়ান গান 'ময়ে ময়ে'। না চাইলেও জোর করেই যেন এ গান শোনাচ্ছে নিউজ ফিড। হঠাৎ কীভাবে 'ভাইরাল' হলো এ গান? আর এর অর্থই বা কী?

‘ময়ে ময়ে’ কিংবা ‘ময়ে মরে’ শব্দের অর্থ না জানলেও গানটির সুরের মায়াজালে আটকে পড়েছেন বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তের সংগীত–অনুরাগীরা। ২ মিনিট ৫৪ সেকেন্ডের এই আলোচিত গানের শিরোনাম ‘ড্যানাম’। সার্বীয় ভাষায় ‘মরে’ শব্দের অর্থ দুঃস্বপ্ন। শিল্পী গানে বলছেন, তাকে দিনের পর দিন দুঃস্বপ্ন (মরে) তাড়া করে বেড়ায়। এই দুঃস্বপ্ন তাঁর হতাশা ও বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দেয়। দুঃস্বপ্নের ঘোরে নিজেকে ফেলনা মনে করেন। এর মাঝেও খড়কুটো ধরে বাঁচতে চান। তিনি চান, কেউ তার পাশে এসে দাঁড়াক। তাঁকে কেউ বুঝুক, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিক। অর্থাৎ তিনি এই শত দুঃস্বপ্নের মধ্যেও সুন্দরভাবে বাঁচতে চান। সংগীতের যেহেতু কোনো ভাষা নেই, তাই গানের অর্থ না বুঝলেও গানের আকুতি ঠিকই বুঝে নিয়ে গানটিকে ভালোবেসেছেন শ্রোতারা।

সার্বীয় ভাষার এই গান গেয়েছেন সার্বিয়ান গায়িকা, সুরকার তেয়া দোরা। শুধু তাই নয়, গানের ভিডিওচিত্রে মডেলিংও করেছেন তিনি। র‍্যাপার ও গীতিকার কোবির সঙ্গে যৌথভাবে গানের কথা লিখেছেন তেয়া দোরা; সুরকার লোকা জোভানোভিকের সঙ্গে সুরও বেঁধেছেন তিনি।

গানটি গত ২২ মার্চ প্রকাশিত হলেও প্রায় ছয় মাস পর এই সপ্তাহে টিকটকে গানের অংশবিশেষ ‘ময়ে মরে’ ভাইরাল হওয়ার পর হু হু করে গানের ‘ভিউ’ বাড়ছে। গানের অংশবিশেষ শুনে পুরো গানটি শুনতে হুমড়ি ইউটিউবে, স্পটিফাইয়ে খেয়ে পড়ছেন শ্রোতারা।

গানটি ভাইরাল হওয়ার পর সোস্যাল মিডিয়ায় আলাদা করে ‘ময়ে ময়ে’ শব্দ দুটি ট্রেন্ডে চলে আসে। মিমাররা এই শব্দ ব্যবহার করে নানান রকম মিম বানাচ্ছেন, কেউ বা লিখছেন হিউমার কন্টেন্ট, কেউবা লিখে ফেলছেন গল্প। হাজার হাজার লাইক শেয়ারও হচ্ছে সেগুলো। বাংলাদেশের অনলাইন জগত সার্বিয়ান এই শব্দ যেনো হয়ে উঠেছে আমাদেরই শব্দ। এই শব্দ দুটি মজা হলো, যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে বা যেকোনো লেখায় শব্দ দুটি ব্যবহার করলেই অবচেতন মনে কোনো না কোনো অর্থ দাঁড়িয়ে যায়। 

বিশ্বের নানা প্রান্ত থেকে শ্রোতাদের ভালোবাসা পাচ্ছেন গায়িকা তেয়া দোরা। সামাজিক মাধ্যম থ্রেডসে গতকাল মঙ্গলবার এক পোস্টে শ্রোতাদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘গানটি নিয়ে অনেকে ভালোলাগার কথা জানিয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। সার্বিয়া থেকে গানটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, এটা দেখে খুবই ভালো লাগছে। প্রতিদিনই বিশ্বের নানা প্রান্ত থেকে ভালোবাসা পাচ্ছি। আপনাদের জন্য ভালোবাসা রইল।’

তথ্যসূত্র: প্রথম আলো

২২৭ পঠিত ... ১৭:৫৭, অক্টোবর ১১, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top