ঢাকার সবচেয়ে সুদৃশ্য বাড়ি ছিল তেজগাঁও

১৯১ পঠিত ... ১৭:৫০, জুন ০৮, ২০২৩

Sudrissho-bari

বর্তমান ঢাকায় সুন্দর বাড়ির অভাব নেই। কিন্তু আগের ঢাকায় তেজগাঁওয়ের দোতলা বাড়ি সবার দৃষ্টি আকর্ষণ করতো। অনেকেই রাস্তা দিয়ে হাঁটার সময় এই বাড়ির দিকে একবার না তাকিয়ে পারতেন না।

এই বাড়ি তৈরি করেছিলেন রয়াল স্টেশনারির মালিক আরফান খান। রয়াল স্টেশনারি ছিল ঢাকার সবচেয়ে বড় ও খ্যাতিমান স্টেশনারি দোকান। রয়াল স্টেশনারির বড় দোকান ছিল জনসন রোডে বাংলাবাজার স্কুলের পাশে।

এখানেই একমাত্র বিদেশী স্টেশনারি দ্রব্যসামগ্রী পাওয়া যেতো। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবকিছু এখানে মিলতো। তখন জার্মানির স্টেডলার সামগ্রী এরাই আমদানি করতো। রয়েলের তৈরি এক্সারসাইজ বুক ছিল অত্যন্ত জনপ্রিয়। এই রয়েল স্টেশনারিই ঢাকায় তৈরি করে সবচেয়ে সুদৃশ্য দ্বিতল বাড়ি। এখন সে বাড়িতে গ্যালারি হয়েছে।

১৯১ পঠিত ... ১৭:৫০, জুন ০৮, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top