৫৪ বছরে শেষ হলো গ্র্যাজুয়েশন

১১২ পঠিত ... ১৭:২৫, মে ২৯, ২০২৩

৫৪-বছরে-শেষ-হলো-গ্র্যাজুয়েশন

সেশনজটের চক্করে আমাদের অনেকেরই গ্র্যাজুয়েশন শেষ করতে দুই একবছর বেশি লেগে যায়। কারও কারও ক্ষেত্রে অন্যান্য নানা কারণে আরও বেশ কয়েকবছর বেশিও লাগে। কিন্তু ৫৪ বছর লাগিয়ে কেউ নিজের গ্র্যাজুয়েশন শেষ করেছে এমন কথা কি কখনও শুনেছেন? এই কাণ্ডটিই সত্যি সত্যি ঘটিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার ছাত্র আর্থার রস। পুরো ৫৪ বছর সময় নিয়ে সম্প্রতি নিজের ব্যাচেলর অফ আর্টস ড্রিগ্রি সম্পন্ন করেছেন এই ছাত্র।  

এরই মাধ্যমে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির রবার্ট এফপি ক্রোনিনের গিনেস রেকর্ড ভেঙে দিয়েছেন। আগের রেকর্ডটি ক্রোনিন করেছিলেন ৫২ বছরে নিজের বায়োলজি ডিগ্রি সম্পন্ন করে। ১৯৪৮ সালে পড়ালেখা শুরু করে ২০০০ সালে শেষ হয়েছিলো তার বিশ্ববিদ্যালয় যাত্রা। অন্যদিকে আর্থার রস ১৯৬৯ সালে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে ভর্তি হয়ে এই বছর এসে শেষ করেন।

গ্র্যাজুয়েশন শুরুর পর অভিনয়ের দিকে আগ্রহ জন্মানোয় মন্ট্রিয়লে ন্যাশনাল থিয়েটার স্কুলে থেকে অভিনয় এবং পরবর্তীতে আইন নিয়ে পড়াশোনার করে মোটামুটি ৩৫ বছরের জন্য ল ইয়ার হিসেবে কাজ করেন রস। অবশেষে ২০১৬ সালে অবসরের পর প্রায় পাঁচ দশক আগে শুরু করা নিজের ড্রিগ্রি শেষ করার ব্যাপারে সিরিয়াস হয়ে রস আবার পড়াশোনা শুরু করেন। যার ফলশ্রুতিতে চলতি বছর এসে তার ডিগ্রি সম্পন্ন হওয়ার পাশাপাশি নাম লিখিয়ে বসেন গিনেস বুকে, এ যেন একদম এক ঢিলে দুই পাখি মারার মতো।

১১২ পঠিত ... ১৭:২৫, মে ২৯, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top