জিভ কাটো লজ্জায়

২৭৪ পঠিত ... ১৬:৫১, মে ২৭, ২০২৩

Jiv-kato-lojjay

ঠিক গেলো দিনটিতে আমরা হিন্দু-সম্প্রদায়ের মানুষের সঙে যা যা করলাম।

নিপুণ রায়কে কেবল তার ভিন্নমতের জন্য মাথা ফাটিয়ে দিলো ক্ষমতার সহমত কোটাল পুত্র।

ভারতের উত্তর প্রদেশে হিন্দুত্ববাদী পুলিশের উপস্থিতিতে শিবসেনা গুলি করে মেরেছিলো মুসলমান রাজনীতিককে; তার রাজনৈতিক ভিন্নমতের জন্য। বাংলাদেশের রহমত ভাইয়েরা তখন বেদনাহত হলো। নেহাত মোদিভক্ত নন এমন সহমত ভাইয়েরাও বেদনা প্রকাশ করেছিলেন।

অথচ নিপুণের ওপর হামলার পর স্পিকটি নট সহমত ভাই ও সহমত নারীবাদী বোনেরা। এরা আবার পূজোর মাসে আদিখ্যেতা করে হিন্দুধর্মীদের বাসায় লুচি-তরকারি-বুন্দিয়া-নাড়ুর দাওয়াত চায়। ঠিক তার আগে দিয়ে ছোট বেলার বন্ধু হরেন কিংবা কল্পনা রাণীর সঙ্গে বন্ধুত্বের মেময়ার লেখেন। তখন পুজোর দাওয়াত না দিয়ে উপায় থাকে না সনাতনী বন্ধুদের।

জামাই ষষ্ঠীর ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন; ক্রিকেটার লিটন দাস। এই লিটন দাস যে পঞ্চাশ-একশো রান করে বাংলাদেশকে জেতায়। সহমত ও রহমত কলকল করে আনন্দে।

অথচ আজ শিবিরের লোকেরা লিটনের জামাই ষষ্ঠীর ছবির পোস্টটাকে কলতলার গোবর খেলার আসরে পরিণত করলো। কট্টর ইসলাম পন্থার ঘৃণার দোকান খুলে; সবার প্রিয় খেলোয়াড় লিটন ও তার স্ত্রীর মন বিষিয়ে দিলো।

ভারতে এয়ারপোর্টে ক্রিকেটার সামি কপালে চন্দনের ফোটা বা লাল তিলক দিতে রাজি না হওয়ায় হিন্দুত্ববাদিরা একইরকম মর্ষকামে ঘৃণার দোকান খুলেছিলো ঘিনঘিনে পাতকূয়া তলায়। তখন সহমত ও রহমত মন খারাপ করেছিলো। আজ তাহলে লিটনের সঙ্গে এটা কী করলে বাছা!

সবার প্রাণপ্রিয় ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন মাশরাফি নড়াইলের প্রত্ন নিদর্শন কালিদাস জলাধারের নাম বদলে নাম দিয়েছেন লালমিয়া সরোবর। কালিদাস মেঘদূত লিখেছেন জানি; লালমিয়া কী লিখেছেন জানি না; নিশ্চয়ই মহৎ মানুষ। নড়াইলের নতুন কোন স্থাপনার নাম নাম দেয়া যেতো লালমিয়ার নামে। শতবর্ষ পুরোনো কালিদাস ট্যাংক নামটি ডাউনপ্লে করা খুবই অবিবেচনাপ্রসূত।

তবে আশা রাখি ওহ ক্যাপটেন মাই ক্যাপটেন মাশরাফি এই সিদ্ধান্ত বদলাবেন।

মাশরাফি অনেক উদয় হৃদয়ের মানুষ বলেই আমরা জানি।উনি তো আর উত্তর প্রদেশের সোনার ছেলে আদিত্য যোগী নন; যে শত শত বছরের পুরোনো এলাহাবাদ শহরের নাম মুছে সেখানে প্রয়াগরাজ লিখবেন।

২৭৪ পঠিত ... ১৬:৫১, মে ২৭, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top