ঢাকার প্রতিটা এলাকা শুরু থেকেই কি এমন ছিল? একদমই না। তখন ঢাকার এলাকাগুলো ছিল আরও ভিন্ন। আস্তে আস্তে সময়ের সাথে গড়ে উঠেছে আজকের এই ঢাকা।
তখনকার ঢাকার পশ্চিম দিক প্রসারিত ছিল লালবাগ পর্যন্ত আর পূর্ব দিকের সীমানা ছিল ওয়ারি পর্যন্ত। উত্তর ও দক্ষিণ দিক ছিল আরও ছোট, একদিকে সদরঘাট, অন্যদিকে গুলিস্তান।
বর্তমানের মতো তখনও চকবাজার ছিল, প্রধান বাণিজ্যিক কেন্দ্র। বিভিন্ন ধরনের দোকান ছিল, ইসলামপুর আর নবাবপুর রোডে। ঢাকাবাসী এখান থেকেই নিজেদের পোশাক-পরিচ্ছদ ও প্রয়োজনীয় জিনিস কিনতেন।
পরে আস্তে আস্তে ওয়াইজ ঘাটে নতুন নতুন দোকান গড়ে ওঠতে থাকে। ওষুধের দোকান ছিল মিটফোর্ডের বিভিন্ন অংশে। এখানে কিছু সংখ্যক চীনাদের দোকান ছিল। এরা ভালো জুতো তৈরি করতেন।
ঢাকায় কোনো ভালো আবাসিক হোটেল না থাকায় প্রতিষ্ঠিত হয়, শাহবাগ হোটেল। শাহবাগ হোটেলের পূর্বদিকে ছিল বেকারি।
তথ্যসূত্র: স্মৃতির ঢাকা, কাজল ঘোষ সম্পাদিত
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন