ঢাকার পুরোনো সময়ের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়

১৪৬ পঠিত ... ১৭:০০, মে ১৫, ২০২৩

ঢাকার-পুরোনো

ওই সময় ঢাকার অভিজাত এলাকা ছিল গেণ্ডারিয়া, ওয়ারী এবং পল্টন। ভালো স্কুল হিসাবে সেন্ট গ্রেগরী, মুসলিম হাই স্কুল, কলেজিয়েট স্কুল, আরমানিটোলা স্কুলের নাম উল্লেখ করা যায়। কলেজের মধ্যে জগন্নাথ কলেজ এবং ঢাকা কলেজই ছিল খ্যাতির শীর্ষে।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম তো বিশ্বজোড়া। আলিয়া মাদ্রাসা ছিল এই উপমহাদেশের ঐতিহ্যের প্রতীক। একই সঙ্গে কার্জন হল, হাইকোর্ট, নবাববাড়ি এবং এখনকার বাংলা একাডেমী তখন বর্ধমান হাউস হিসেবেই পরিচিত ছিল।

এগুলোই ছিল ঢাকার দর্শনীয় স্থানসমূহের অন্যতম। সে সময় বর্তমানের রমনা পার্কটি ছিল ঘোড় দৌড়ের মাঠ। পার্কের উত্তর পশ্চিম কোনায় ঢাকা ক্লাব এখনও সেই স্থানেই অবস্থান নিয়ে রেখেছে।

বুড়িগঙ্গার পাশে মিটফোর্ড হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্থানে মেডিকেল কলেজ হাসপাতাল সাধারণের চিকিৎসার দায়িত্ব পালন করতো। রাস্তা বলতে নবাবপুর এবং ইসলামপুর এ দু'টিই ছিল ঢাকার যোগাযোগের মূল সড়ক।

 

তথ্যসূত্র: স্মৃতির ঢাকা, কাজল ঘোষ সম্পাদিত

১৪৬ পঠিত ... ১৭:০০, মে ১৫, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top