বিড়াল চুরি করেন প্রতিবেশীর জুতা, ফেরত দিতে খোলা হলো ফেসবুক গ্রুপ

১৬৩ পঠিত ... ১৬:৪২, মে ১৩, ২০২৩

juta-chor-bilai

বিড়াল যারা পোষেন বিড়ালের নানাবিধ অদ্ভুত কর্মকাণ্ডের সাথে কমবেশী তারা সবাই পরিচিত। জিনিসপত্র ভেঙে ফেলা, অন্য বিড়াল বা কুকুরের সাথে মারামারি করা কিংবা চুরি করে খাবারদাবার খেয়ে ফেলা এগুলো সবই আমাদের জানা থাকলেও যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বিজে রস নামক এক ব্যক্তির বিড়াল জর্ডান এসবের বদলে প্রতিবেশীদের জুতা চুরি করে আনাকেই হয়তো সবচেয়ে বেশি পছন্দ করেছিলো।   

প্রথমদিকে টের না পেলেও টানা কয়েকদিন সকালে নিজের দরজার সামনে নতুন নতুন জুতা দেখার র টনক নড়ে বিজে রসের। পরবর্তীতে তিনি জর্ডানের গায়ে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেন। যাতে বোঝা যায় জর্ডান রাতের বেলায় ঠিক কোথায় কোথায় ঘুরে বেড়ায় এবং ফলাফল হিসেবে দেখা যায় মোটামুটি অনেকটা দূর পর্যন্তই জর্ডানের বিচরন। পাশাপাশি জর্ডানের নিয়ে আসা জুতাগুলো মালিকদের ফিরিয়ে দেওয়ার জন্য আশপাশের প্রতিবেশীদের নিয়ে একটা ফেসবুক গ্রুপও খুলে ফেলেন তিনি। তবে জুতা চুরির এই বিষয়টি নিয়ে জর্ডানের উপর কেউই তেমন বিরক্ত নয় বরং বিষয়টি জানাজানি হওয়ার পর জর্ডান স্থানীয়দের কাছ থেকে বেশ আদরই পাচ্ছে এবং মোটামুটি স্থানীয় সেলিব্রেটিতে পরিণত হয়েছে।

১৬৩ পঠিত ... ১৬:৪২, মে ১৩, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top