দামি 'শিল্প'কলা যখন খাদ্যবস্তু!

১৯৭ পঠিত ... ১৭:২৪, মে ০৩, ২০২৩

Shilpokola

টাইটেল দেখে নিশ্চয়ই অবাক লাগছে, 'শিল্প'কলা আবার খাদ্যবস্তু হয় কীভাবে? কিন্তু কলাই যখন হয় শিল্পকর্ম তখন তো চোখের সামনে পড়লে খেতে ইচ্ছা করবেই। এমনটাই ঘটেছে দক্ষিণ কোরিয়ার এক প্রদর্শনীতে। যেখানে প্রদর্শনীর জন্য রাখা দেয়ালে ঝোলানো কলা খেয়ে আলোচনায় এসেছেন সেখানকার এক ছাত্র। শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘কমেডিয়ান’ নামক একটি ইনস্টলেশনের অংশ হিসেবে দেয়ালে টেপ দিয়ে আটকে রাখা হয়েছিলো একটি কলা। যেটি পরবর্তীতে উপস্থিত সবার সামনে দেয়াল থেকে খুলে খেয়ে নেয় নাহ হিউন-সু নামের এক চারুকলার ছাত্র এবং মজার বিষয় হচ্ছে খেয়ে কলার ছিলকাটি সে আবার টেপ দিয়ে আটকে রেখে দেয় দেয়ালে। এমন কাজ করার যুক্তি হিসেবে প্রাথমিকভাবে সে জানায় সকালের নাস্তা না করায় ক্ষুধার জন্য সে এমন কাজ করেছে।  

শিল্পী মাউরিজিও ক্যাটেলান যদিও সেই ছাত্রের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থায় যাননি তবে পরবর্তীতে কলা খাওয়ার যুক্তি হিসেবে সেই ছাত্র কোরিয়াভিত্তিক সংবাদ সংস্থা কেবিএস নিউজকে বলেন,  ‘ক্যাটেলানের নিজের কাজগুলোই নানান সময়ে বিদ্রোহের প্রতিরূপ হিসেবে কাজ করে সুতরাং বিদ্রোহের বিরুদ্ধে আরেকটি বিদ্রোহ হতেই পারে। একটি শিল্পকর্মের ক্ষতি করাকে একটি শিল্পকর্ম হিসাবেও দেখা যেতে পারে। আমি ভেবেছিলাম এটি বেশ আকর্ষণীয় হবে।‘   

এই শিল্পকর্মটি ক্যাটেলানের একক প্রদর্শনী 'WE'-এর অংশ যা বর্তমানে 16 জুলাই পর্যন্ত সিউল-ভিত্তিক একটি যাদুঘরে চলছে। সেখানে নিয়মিতভাবে প্রতি দুই থেকে তিন দিন পরপর কলা পাল্টে দেওয়া হয় তবে সেটি বিক্রির জন্য নয়। শিল্পী ক্যাটেলান তার ব্যঙ্গাত্মক বিভিন্ন কাজের জন্য আগে থেকেই বেশ পরিচিত। তার বেশিরভাগ শিল্পকর্মই সমকালীন জনপ্রিয় সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে তৈরি করা। ঘটনাটি দেখতে নিচে থাকা ভিডিওটি দেখুন।

">

১৯৭ পঠিত ... ১৭:২৪, মে ০৩, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top