আমাদের অক্সিজেন চুরি হয়ে যাচ্ছে

৩৬৫ পঠিত ... ১৬:২৮, এপ্রিল ২৭, ২০২৩

Oxyzen

‘গাছ কাটা’ লিখে গুগলে ইমেজ সার্চ করলে কাটা গাছের টুকরা, কাটা গাছের গুড়ি, পড়ে থাকা কাটা গাছ—এমন নানা ধরনের ছবি দেখা যাবে। বেশিরভাগ ছবিই কোন না কোন বাংলাদেশি পত্রিকার। ছবিগুলোতে ক্লিক করলে যে খবরগুলো পাওয়া যাবে সেগুলোর বেশিরভাগ খবরই গাছ কাটা সংক্রান্ত—অবৈধভাবে গাছ কাটা, জোরপূর্বক গাছ কাটা, উন্নয়নের নামে গাছ কাটা।

প্রথম আলো ও ডেইলি স্টার ঘাটাঘাটি দেখা গেলো, কিছুদিন পর পরই পত্রিকায় গাছ কেটে ফেলার কোন না কোন খবর আছেই। মাঝে মাঝে দেখি বলে হয়তো আমাদের অক্সিজেন চুরি হয়ে যাওয়ার এই খবরগুলো আমাদের ওভাবে স্পর্শ করতে পারে না। ২০২২ সাল ও ২০২৩ সালের মার্চ পর্যন্ত প্রথম আলো ও ডেইলি স্টারে প্রকাশিত গাছ কাটার নিউজগুলো আমরা একসাথ করার চেষ্টা করেছি। একসাথে দেখলে হয়তো বুঝতে পারবো, প্রতিদিন আমাদের অক্সিজেন চুরি হয়ে যাওয়ার পরিমাণ ঠিক কতোটা। কারা চুরি করছে? চুরি করার প্যাটার্ন কী? আমাদের অক্সিজেন রক্ষনাবেক্ষনের দায়িত্বে যারা আছেন সেই প্রশাসনই বা কী করছেন?

১০ জানুয়ারি ২০২৩ (দৈনিক প্রথম আলো)

ঢাকা-আরিচা মহাসড়ক প্রশস্ত করার জন্য মানিকগঞ্জের বিভিন্ন স্থানে রাস্তার দুপাশের গাছ কাটার অনুমতি দিয়েছে বন বিভাগ (দরপত্রে গাছের সংখ্যা ৪০৭টি)। এই গাছ কেটে পাশের অন্য একটি আঞ্চলিক সড়কের শতাধিক গাছ কেটে ফেলেছে একজন ঠিকাদার।

জেলা বিভাগীয় বন কর্মকর্তা সাইফুল ইসলাম কাজটিকে বেআইনি বলছেন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। (ততক্ষণে গাছ কেটে ফেলা হয়েছে)

কাজটি পেয়েছেন তিনজন ঠিকাদার। তাদের মধ্যে আবদুস সালামের লোকজন মূলত পাশের আঞ্চলিক সড়কের গাছগুলো কেটে নেয়।

আবদুস সালাম জানিয়েছেন তার কোন দোষ নেই। তিনি গাছগুলো বগুড়ার এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। গাছ কাটার দায় ওই ব্যবসায়ীর।

২১ জানুয়ারি ২০২৩ (দ্য ডেইলি স্টার)

চট্টগ্রামের দক্ষিণ বনবিভাগের কালুরঘাট অঞ্চলে ৪০ বছরও বয়সী একটি রেনট্রি গাছ কেটে ফেলা হয়।

অভিযোগ আছে, বনবিভাগের কালুরঘাট ডিপোর ইনচার্জ জামাল উদ্দিন এই গাছটি কাটার সাথে জড়িত।

জামাল উদ্দিন জানিয়েছেন, তিনি বনবিভাগ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন।

বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল আলম জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।

৮ মার্চ ২০২৩ (দৈনিক প্রথম আলো)

যশোরের বাঘাড়পাড়া উপজেলায় বড় তিনটি রেইনট্রি গাছ কেটে ফেলা হচ্ছে। গাছগুলোর বয়স ৩০-৩৫ বছর। গাছ কেটে ফেলছে কারণ বাঘাড়পাড়া পৌরসভার নালা করা হবে। এর আগের মাসে মৃত একটি রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ৫টি গাছ কেটে ফেলা হয়েছে।

যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল জানিয়েছেন, পৌরসভার অনুরোধে জেলা পরিষদকে গাছগুলো কাটতে হয়েছে।

গাছকাটা শ্রমিকদের সর্দার জানিয়েছেন, জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ও বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম তাঁকে গাছ কাটার কাজটি দিয়েছেন।

জানতে চাইলে বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, ‘আরে ভাই, জেলা পরিষদ গাছ কাটছে। আপনি জেলা পরিষদের সিইওর সঙ্গে কথা বলেন।’

১১ মার্চ ২০২৩ (দৈনিক প্রথম আলো)

চট্টগ্রামের রাউজানে ৭০০ বছরের পুরোনো এক দিঘীর পাড়ের ৫ শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ আছে। প্রতিটি গাছের বয়স ১৫-২০ বছর।

গাছ কাটা শ্রমিকরা জানান, তারা ইউনিয়ন পরিষদের সদস্য আবসার মুরাদ ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমানের নির্দেশে গাছ কাটছেন। এই দুইজন জানান, তারা স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর নির্দেশে গাছ কাটা তদারকি করছেন। নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছে, রাস্তা করবেন তাই গাছ কেটে ফেলা হচ্ছে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গাছগুলোর মালিক সরকার। তিনি সরেজমিনে যাবেন, এরপর ব্যবস্থা নিবেন। ততক্ষণে ৫০০ গাছ কিন্তু কাটা হয়ে গেছে।

২০ মার্চ ২০২৩ (দৈনিক প্রথম আলো)

বেঁড়িবাধ নির্মানের জন্য খুলনার কয়রার চর শাকবাড়িয়া নদীর পাড়ে বনায়নের গাছ কেটে ফেলা হয়েছে। পরে এলাকাবাসী প্রতিবাদ করলে কাজ বন্ধ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

এলাকাবাসী অভিযোগ করেছে, স্থানীয় ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে এই গাছ কেটে বেঁড়িবাদ নির্মানের কাজ চলছিলো।

২৪ মার্চ ২০২৩ (দৈনিক প্রথম আলো)

পটুয়াখালী কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাপুড়িয়া খালের দুই পাড়ের বন উজাড় করে সেখানে মাছের ঘের, বসত বাড়ি, পুকুর করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বন বিভাগ ও ভূমি কার্যালয়ের কিছু কর্মকর্তার সহায়তায় স্থানীয়রা বন ধ্বংস করছে।

৮ জানুয়ারি ২০২২ (দৈনিক প্রথম আলো)

ফরিদপুরের সারদা সুন্দরি মহিলা কলেজের হোস্টেলের সামনে থাকা ৬ টি গাছের মাথাসহ ডাল কেটে ফেলা হয়েছে।

কলেজের ইলেক্ট্রিক মিস্ত্রী শফিকুল ইসলাম গাছগুলোর মাথা কেটে এক ভ্যানওয়ালাকে নিয়ে যেতে বলেছে।

শফিকুল জানিয়েছে, হোস্টেলের সামনে লাইট লাগানো হবে। গাছগুলোর কারণে আলো ঠিকঠাক দেখা যায় না। তাই অধ্যক্ষ গাছের ডাল ও মাথা কেটে ফেলতে বলেছেন।

এদিকে অধ্যক্ষ ও হোস্টেল সুপার জানিয়েছেন, তারা কিছু জানেন না।

৯ জানুয়ারি ২০২২ (দৈনিক প্রথম আলো)

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদাওই এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ৪০০ এর মতো গাছা কেটে ফেলা হয়েছে।  

ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আকতারুজ্জামানের বিরুদ্ধে এইসব গাছ কেটে বিক্রির অভিযোগ আছে।  

১৮ জানুয়ারি ২০২২ (দৈনিক প্রথম আলো)

হবিগঞ্জের বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার–বাগানের দুটি উঁচু টিলার মাটি ও গাছ কেটে ফেলা হয়েছে। এটি এলাকার নিয়মিত ঘটনা। অভিযোগ আছে,  ৭ বিঘা আয়তনের একটি খেলার মাঠ, মাঠের পূর্ব দিকে রাবার–বাগানের আরও ১০ একর নার্সারি জায়গা ও ১২ ফুট প্রস্থের সড়ক বিলীন হয়ে গেছে।

অভিযোগ আছে, পুটিজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি মো. মুদ্দত আলী বাগানের ভেতরের ৩ একর ভূমি নিজের দাবি করে প্রায় ১৯ একর জায়গা দখল করে রেখেছেন।

মুদ্দত আলীর মাটির ব্যবসার কারণে এলাকার গাছ ও জমি এভাবে বিলিন হয়ে যাচ্ছে।

বাগানের কর্মকর্তা-কর্মচারিরা বলছেন, তারা তদন্ত করবেন, ব্যবস্থা নিবেন।

২৫ জানুয়ারি ২০২২ (দৈনিক প্রথম আলো)

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে সামাজিক বনায়ন কর্মসূচির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। গত শনিবার ও রোববার দুই দিনে

নলছিটি উপজেলার আমিরাবাদ বাজার থেকে খাওখীর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশের গাছ কেটে বিক্রি করা হয়। রেইনট্রি, মেহগনি, কড়ই, শিশু, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির গাছসহ সংখ্যাটি ছিলো প্রায় ৫০০।

অভিযোগ আছে, ইউপি চেয়ারম্যান এনামুল হক ও ইউপি সদস্য মো. ফজলু স্থানীয় এক ব্যবসায়ীর কাছে গাছগুলো বিক্রি করেছেন।

১১ ফেব্রুয়ারি, ২০২২ (দৈনিক প্রথম আলো)

পটুয়াখালীর কুয়াকাটার চরচাপলী এলাকার সংরক্ষিত বনাঞ্চলের বনায়ন কর্মসূচির জন্য লাগানো পাঁচ হাজারের বেশি চারা গাছ এক্সকাভেটর (ভেকু) দিয়ে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। মূলত সংরক্ষিত বনাঞ্চল থেকে মাটি কেটে নিতেই চারাগাছগুলো উপড়ে ফেলে তারা।

এ কাজে বন বিভাগের লোকজন বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

১২ মার্চ ২০২২ (দৈনিক প্রথম আলো)

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নে ধামনখালী এলাকায় অন্তত ৩০০০ এর বেশি আম, পেয়ারা ও কলাগাছ কেটে ফেলা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের দোহাই দিয়ে পাহাড় কাটার সময় এই গাছগুলো কেটে ফেলা হয়। নেয়া হয়নি বন বিভাগের অনুমতিও। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে এসে আশ্রয়ন প্রকল্পের জন্য পাহাড়টি চিহ্নিত করে দিয়ে গিয়েছেন।

অভিযোগ আছে, এ কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এম গফুর উদ্দিন চৌধুরী।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী, সরকারি-বেসরকারি পাহাড় কাটতে গেলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে। কিন্তু পালংখালীতে পাহাড় কেটে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের বিপরীতে কেউ পরিবেশ অধিদপ্তরে আবেদন করেননি।

ইউএনও নজিম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পালংখালীর খাসজমিতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। কিন্তু পাহাড় কেটে সেই আশ্রয়ণ প্রকল্প হচ্ছে কি না, সেটা তাঁর জানা নেই। এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন বলে জানান।

২৬ এপ্রিল ২০২২ (দৈনিক প্রথম আলো)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের পশ্চিম পাশে মেহগনির বাগান থেকে দুটি মেহগনি ও নবাব আবদুল লতিফ হলের পাশ থেকে একটি আমগাছ কাটা হয়। ছুটিতে হল ফাঁকা থাকায় এই কাজটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিবারই ছুটির সময় এভাবে গাছ কেটে বিক্রি করা হয়।

গাছ রক্ষনাবেক্ষনের দায়িত্বে থাকা সহকারী রেজিস্টার মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, তারা গাছগুলোকে মরা ভাবছিলেন। পরে দেখেন জীবিত। এটি অনাকাঙ্খিত ভুল।

১ জুন ২০২২ (দ্য ডেইলি স্টার)

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাস্তার প্রায় ১০৭ টি গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য লালন মিয়া রাস্তা সংস্কারের নামে গাছগুলো কেটে নিয়ে যান।

কাঁচা রাস্তায় মাটি ফেলতে গাছ কেন কাটতে হবে?—তিনি বলেন, 'এটা আমাদের ব্যাপার।'

বনবিভাগের অনুমতির বিষয়ে তিনি বলেন, 'এর কোন প্রয়োজন হয় না।'

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি, আর সারোয়ার ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

জুলাই ১, ২০২২ (দ্য ডেইলি স্টার)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে সামাজিক বনায়ন কর্মসূচির প্রায় ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নূর আহমদ চৌধুরী বুলবুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৬ জুন সামছুল হক সামাদের নেতৃত্বে ৫০টির মতো গাছ কেটে ফেলেন।'

অভিযুক্ত সামছুল হক সামাদ ডেইলি স্টারকে জানান, তিনিও গাছ কাটার সঙ্গে জড়িত নন।

বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন ডেইলি স্টারকে জানান, তারা সরেজমিন গিয়ে ৩২টি গাছ কাটার সত্যতা পেয়েছেন। যেহেতু সামাজিক বনায়নের গাছ, সেহেতু স্থানীয় উপকারভোগীদেরই আইনি ব্যবস্থা নিতে হবে। এখানে তাদের করার কিছুই নেই।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।'

৫ জুলাই ২০২২ (দৈনিক প্রথম আলো)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট চত্বরে থাকা গাছ দুটি কেটে ফেলা হয়৷ কারণ সেখানে গাড়ি পার্কিং এর জন্য জায়গা তৈরি করা হবে।

আধুনিক ভাষা ইনস্টিটিউট কর্তৃপক্ষ নিজেদের একক সিদ্ধান্তেই গাছ দুটি কেটে ফেলেছে৷

২৫ আগস্ট ২০২২ (দৈনিক প্রথম আলো)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে স্পোর্টস কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৪৪৫ কোটি ৩৬ লাখ টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। ২০১৮ সালের শেষ দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়।

২৭ অক্টোবর ২০২২ (দ্য ডেইলি স্টার)

পাবনা জেলা পরিষদের ডাকবাংলোতে নিয়মবহির্ভূতভাবে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়টি গাছ কাটা হয়েছে সেটা নির্দিষ্ট করে জানা যায়নি।

স্থানীয়রা জানায়, গাছ কাটার পর সে স্থান বাইরে থেকে মাটি দিয়ে ভরাট করা হয়েছে, যাতে বাইরে থেকে কিছু বুঝা না যায়।

অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদ কর্মকর্তারা জানান, ডাকবাংলোর কোনো গাছ কাটা হয়নি। সেখানকার আবর্জনা পরিস্কার করা হয়েছে।

৫ নভেম্বর ২০২২ (দৈনিক প্রথম আলো)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের টারজান পয়েন্টে আরও শতাধিক গাছ কেটে ফেলে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় মেয়েদের খেলার মাঠ নির্মাণের জন্য এসব গাছ কাটা হচ্ছে। ওই এলাকায় আরও অর্ধশতাধিক গাছ কাটা পড়ার তালিকায় আছে।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ওই স্থানে মেয়েদের খেলার মাঠ নির্মাণ করা হবে। সে জন্য প্রশাসনের অনুমোদন সাপেক্ষে কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কেটে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে।

পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নির্মাণাধীন ছাত্রী হলের পাশ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত বিস্তৃত হবে মেয়েদের এই খেলার মাঠ। মাঠ নির্মাণের কার্যাদেশ পেয়েছে সাইন ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

১২ ডিসেম্বর ২০২২

রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রামে আবু সামার মতো ১৫ চাষির প্রায় ৪০০ আমগাছ এক রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আবু সামা নামের এক কৃষক জানান, এর আগেও তার ২০ গাছ কেটেফেয়াল হয়েছে। সেটার বিচার পাননি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গাছ কাটার লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘লোকমুখে শুনে আমি বাগানে গিয়েছিলাম। ঘটনাটি খুবই মর্মান্তিক। দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। সেই চেষ্টা করা হবে।’

 

 

 

 

 

 

৩৬৫ পঠিত ... ১৬:২৮, এপ্রিল ২৭, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top