রানা প্লাজা শো (ছবি অ্যালবাম)

৮১ পঠিত ... ২০:৪৭, এপ্রিল ২৬, ২০২৩
Rana-plaza-show
গত ২৪ এপ্রিল ছিলো রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর। রক্ত, ঘাম, কান্না, মৃত্যু, হাহাকার, লাশ কাটার শব্দ, স্বজনহারাদের আহাজারি—বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম বীভৎস একটি দিন এই ২৪ এপ্রিল। এই দিনটিকে স্মরণে রেখে 'রক্ত, ঘাম ও কান্না' শিরোনামে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের দৃষ্টিকোণ থেকে আইএফএ প্যারিস ফ্যাশন শোতে একটি শো অনুষ্ঠিত হয়। শো-টি আয়োজন করেন ফ্যাশন রেভ্যুলেশনরি বাংলাদেশের কমিউনিটি লিড সামি আলম।
343584353_1433507377391946_8447256304727005786_n
 
পোশাকের ডিজাইনে পরতে পরতে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির নানান বিষয় তুলে ধরা হয়েছে শোটিতে। রানা প্লাজা ধ্বস, তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনার বিবরণ, মৃতের সংখ্যা যেমন উঠে এসেছে পোশাকের নানা জায়গায় তেমনি কোথাও কোথাও উঠে এসেছে গার্মেন্টস শ্রমিকদের অমানবিক কর্মঘণ্টার কথাও।
343437131_169066272758337_4302749553135814481_n343650160_961887964993910_4177887102210607680_n
 
কোনো মডেলের পোশাকে ছিলো রানা প্লাজা ধ্বসের সময়ের কংক্রিটের স্তুপের নিচে পড়ে থাকা লাশের ছবি, ‘1138 DEAD’ লেখা পোশাক পরে কেউ বা মনে করিয়ে দিয়েছেন রানা প্লাজা ধ্বসের সময়ের মৃতের সংখ্যা। ‘TAZREEN WE BURNED’ লেখা পোশাক পরে কোনো মডেল আমাদের দৃষ্টি ফিরিয়েছেন ২০১২ সালের তাজরিন ফ্যাশন অগ্নিকাণ্ডের দিকে—যেখানে আগুনে পুড়ে মারা গিয়েছিলো ১১৭ জন পোশাক শ্রমিক। আহত হয়েছিলো প্রায় ২০০ জনের বেশি।
343698668_9260891587285928_7135308185417986701_n
‘DON’T SAY YOU HELP OUR ECONOMY YOU JUST NEED CHEAP LABOR’
‘ENSURE MATERNITY LEAVE AND BENEFITS’
‘FASHION FAILD US’
‘STOP FORCING PREGNANT WORKERS TO RESIGN’
343618091_268214228874915_1044232504091126554_n
 
এমন নানা স্লোগানের পোশাক পরে মডেলরা তুলে ধরেছেন গার্মেন্ট ইন্ডাস্ট্রির নানা অনিয়ম ও শ্রমিকদের দাবি-দাওয়ার কথা।
343752215_803569901100230_2782578400419881630_n343751536_946698086479734_6914865510917300405_n343749268_561456139192915_2578526981724501036_n343731747_961986148431340_483634772653736204_n343672745_582731993637051_794155605492351143_n343650167_780514966662628_3857604651862476704_n343649256_1014551709928381_4955350451229091258_n343623919_772524584280746_6674488626477246490_n343456618_3439924469628228_5022674042727344111_n343447349_547282057551590_5726994819359357020_n343437131_169066272758337_4302749553135814481_n343433246_244363938164970_8378532156458466366_n343424230_1459787378091993_4874844908393694502_n343375299_6837516202930791_2203157606984099075_n
৮১ পঠিত ... ২০:৪৭, এপ্রিল ২৬, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top