কোবাকাম—মুঘল ঢাকার ছাদ পেটানোর গান

২৯৯ পঠিত ... ১৪:২০, এপ্রিল ১২, ২০২৩

Chad-petanor-gaan

মুঘল আমলে ঢাকা রাজধানী হওয়ার পর এই শহর নতুন করে গড়ে উঠে। ব্যাপকভাবে তৈরি হয় ইমারত, খানকা, দেউড়ি, ইদগাহ, গির্জার মতো স্থাপনা।

তখনও ঢাকায় সিমেন্টের ব্যবহার শুরু হয়নি। জাফরি ইট আর সুরকির মিশ্রণে গাঁথুনি ও দেয়াল এবং কাঠ ও লোহার সাতিরের উপর জাফরি ইট বিছিয়ে তার উপর সুরকির গুড়া ও চুন মিশ্রণে যে আস্তরণ তৈরি করা হতো সেটি আবার ছাদের উপর ঢালাই দেয়া হতো। এটাকে বলা হতো জলছাদ।

এই জলছাদের কাজের জন্য ঢাকায় এক নতুন পেশাজীবী শ্রেণীর উদ্ভব হয়। কিশোর থেকে বৃদ্ধ নারী পুরুষ ছিল এই জলছাদের শ্রমিক। সারাদিন ক্লান্তিহীন এই জলছাদের কাজ করে যেতো এরা। ফলে কাজের একঘেয়েমি দূর করার জন্য একজন সর্দারের অধীনে তারা গান ধরতো।

কাঠের মুগুর দিয়ে জলছাদ শক্ত করতো তারা। আর এর ফাঁকে একজন থুঁতনির কাছে বেহালা ধরে গান ধরতো আর বাকিরা সমস্বরে সেই গানে সুর তুলতো। এই গানকে বলা হতো ছাদ পেটানো গান বা কোবাকাম। ঢাকায় সিমেন্টের প্রচলন শুরু হলে হারিয়ে যায় এই বিশেষ গানের দল।

তথ্যসূত্র: ঢাকাইয়া আসলি, আনিস আহামেদ

২৯৯ পঠিত ... ১৪:২০, এপ্রিল ১২, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top