ঢাকায় প্রথম রিকশা

৪৮৬ পঠিত ... ১২:২৮, মার্চ ২৫, ২০২৩

Dhakay-prothom-rickshaw

ঢাকায় তিরিশ দশকে রিকশার আগমন ঘটে পুরান ঢাকার মৌলভীবাজারে। দুজন উদ্যমী লোক দুইটি রিকশা নিয়ে ঢাকায় রিকশার ইতিহাস রচনা করেন। মানুষ এই বাহনে চড়তে লজ্জা পেত। অনেকে হাসিঠাট্টা করত। দিনের বেলা কেউ তেমন একটা চড়তে চাইত না। রাত হলে লুকিয়ে লুকিয়ে নতুন এই বাহন চড়ার স্বাদ নিতো অনেকে। রিকশা দেখলে ছেলেমেয়েরা হইহই-রইরই করে ভিড় জমাতো। চকবাজার থেকে সদরঘাটে ঘোড়ার গাড়ির দাপটে পাত্তা পেত না রিকশা। ক্ষ্যাপ মারার আশায় রিকশাগুলো দিনের পর দিন ঠায় দাঁড়িয়ে থাকত।

তথ্যসূত্র: নানা রঙের ঢাকা, কাজল ঘোষ

 

৪৮৬ পঠিত ... ১২:২৮, মার্চ ২৫, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top