এই ঢাকা শহরের নামকরণ কীভাবে হয়েছে?

২৯১ পঠিত ... ১৩:৫৭, মার্চ ২৩, ২০২৩

এই

কিংবদন্তি বলছে, মুঘল সুবাদার ইসলাম খান যখন ঢাকায় আসেন তখন দেখেন নদী তীরে কিছু কৃষক কাজ করছে। তিনি তাদের কাছে এ জায়গার নাম জিজ্ঞেস করেন। সে সময় নদী তীরে ঢাককা নামক এক প্রকার গাছ জন্মাত এবং জঙ্গলে পরিণত হত। কৃষকরা সেই জঙ্গল সাফ করছিল। ভাষার দুর্বোধ্যতা অথবা ভুলবশত কৃষকরা মনে করল, তারা কী গাছ কাটছেন তা বুঝি জিজ্ঞেস করলেন ইসলাম খান। তাই তারা স্বাভাবিকভাবেই উত্তর দিল, ঢাককা।

ইসলাম খান মনে করলেন এই স্থানের নাম বুঝি ঢাকা। যার কারণে তিনি এর নামও লিপিবদ্ধ করে ফেললেন ঢাকা হিসেবে। আবার কেউ কেউ মনে করেন এককালে এ অঞ্চলের নদীর তীরে ঢাক বৃক্ষ নামের এক বিশাল গাছ ছিল। আর এ বৃক্ষের নামানুসারেই ঢাকা নামের উৎপত্তি।

তথ্যসূত্র: বিজন জনপদ থেকে রাজধানী ঢাকা, মো: খালেকুজ্জামান

২৯১ পঠিত ... ১৩:৫৭, মার্চ ২৩, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top