মঙ্গোলিয়ার যে অদ্ভুত বিষয়গুলো না জানলেই নয়

২৭৮ পঠিত ... ১৭:৫৫, মার্চ ১৫, ২০২৩

মঙ্গোলিয়ার-যে-অদ্ভুত-বিষয়গুলো-না-জানলেই-নয়

 

১। পৃথিবীর ১৮তম বৃহৎ রাষ্ট্র হওয়ার পাশাপাশি মঙ্গোলিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র। তারমানে, ওদের কোনো নিজস্ব কক্সসবাজার নেই!

download (1)

 

২। মঙ্গোলিয়াতে মানুষের থেকে ঘোড়ার সংখ্যা বেশি এবং প্রতিটি মঙ্গোলদের দৈনন্দিন জীবনে ঘোড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। এমন একটি প্রবাদ রয়েছে যে, ‘ঘোড়া ছাড়া মঙ্গোল, ডানা ছাড়া পাখির মতো।‘ 

333635340_889485562132034_6840167809960308278_n

 

৩। মঙ্গোলিয়ার মোট জনসংখ্যা ৩০ লক্ষের কিছু বেশি। এর মাঝে অর্ধেকের বেশি মানুষই রাজধানী উলানবাটোরে বসবাস করে। অর্থাৎ ওদের ‘ঢাকা’ খুব গুরুত্বপূর্ণ।

333257523_226967606483616_7422931631035987407_n

 

৪। বেশিরভাগ মঙ্গোলিয়ানরাই বিশেষ এক ধরনের তাঁবু, যেটি স্থানীয়ভাবে Ger নামে পরিচিত সেটিতে বসবাস করেন। এমনকি শহুরে মঙ্গোলিয়ানদেরও নিজস্ব Ger থাকে এবং গরমের সময়টা বিশেষ করে জুন, জুলাই এবং আগস্টের তিনমাস তারা এই তাঁবুগুলোতে থাকতে পছন্দ করেন।

320884252_1484028342089780_7428801044937335458_n

 

৫। আমরা বাঙালিরা নিজেদের অতিথিপরায়ণ হিসেবে দাবি করলেও, আতিথেয়তায় মঙ্গোলিয়ানরা আমাদের থেকে কোনো অংশে কম যানা না। যেকোনো নতুন অতিথিকেই তারা ফারমেন্টেড ঘোড়ার দুধ (airag) দিয়ে নিজেদের ঘরে গ্রহণ করে এবং airag ফিরিয়ে দেওয়াকে সেদেশে অসম্মানজনক হিসেবে গণ্য করা হয়।

334613931_996762774629507_8657517473748182966_n

 

৬। যাযাবর জীবন-যাপনের জন্য মঙ্গোলিয়ানদের খ্যাতি বিশ্বজোড়া। মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ সেদেশে যাযাবর। ‘আমি এক যাযাবর’ গানটা সম্ভবত ওদের খুব প্রিয়।

288325823_1015462965821879_2802346808163070844_n

 

২৭৮ পঠিত ... ১৭:৫৫, মার্চ ১৫, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top