গোলাপের দাম শুনে হুঁশ ফিরছে না হোসেনপুরের হোসেনের

১৬৮ পঠিত ... ১৬:৫১, ফেব্রুয়ারি ০৮, ২০২৩

গোলাপের-দাম-শুনে-হুঁশ-ফিরছে-না-হোসেনপুরের-হোসেনের

গোলাপের দাম যেন আকাশছোঁয়া। এই ভালোবাসার মাসে গোলাপ কিনেই ফকির হচ্ছেন, বেশিরভাগ বড়লোক! এমনই ঘটনা ঘটেছে হোসেনের সাথেও। প্রেমিকার জন্য গোলাপ কিনতে গিয়ে দাম শুনেই হুঁশ হারালেন স্নেহের হোসেন!  

হোসেনের সাথে ফুল কিনতে যাওয়া বেস্টফ্রেন্ড আরিফ জানালো, ‘হোসেন তার প্রেমিকা নাসরিনের জন্য ফুল কিনতে চাইছিলো ভাই। আমরা একসাথেই এসেছিলাম। ফুলওয়ালা একটা ফুলের দাম চাইলো ২০০ টাকা! দাম শোনার পরেই দেখলাম হোসেনের হাত, পা সব কাঁপতেছে। ৫ সেকেন্ডের মধ্যে কপাল ঘেমে হুঁশ চলে গেলো! ভাগ্যিস আমি প্রেম করি না! নাহলে আজকে হোসেনের জায়গায় আমিও থাকতে পারতাম।‘  

এদিকে ফুলের দাম শুনে ক্রেতার হুঁশ চলে যাওয়ায় ফুল বিক্রেতার মন্তব্য জানতে চাইলে তিনি খুব বিরক্তি নিয়ে বললেন, ‘টিয়া ফয়সা নাই তয় ফুল কিনতে আয়ে ক্যান? আমি তো কাইলকা একটা ফুল ৪০০ টিয়া দিয়াও বেইচচি। এহন ফুলের দর বেশি থাকব ইটাইতো নিয়ম! এই মাসে যদি ফুল না বেইচলাম তয় কোন মাসে বেচুম?’

আরও দুয়েকজনের সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তার আগেই হোসেনের প্রেমিকা নাসরিন এসে কান্না জুড়ে দিলেন! তিনি চিৎকার করে কান্না করছিলেন আর বলছিলেন, ‘আমার ফুল লাগবে না বাবু। আমার তুমি হলেই হবে, তুমিই আমার ফুল! তুমি ওঠো, আমাকে আজকে প্রপোজ করো।‘

১৬৮ পঠিত ... ১৬:৫১, ফেব্রুয়ারি ০৮, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top