জিসানের রিমেকের দুনিয়া

৩২০ পঠিত ... ১৭:৩৭, জানুয়ারি ১৪, ২০২৩

জিসানের-রিমেকের-দুনিয়া

অভিনয়ের প্রতি ঝোঁক সেই কলেজ জীবন থেকেই। কিন্তু তা শুধু ঝোঁকেই আটকে থাকেনি। সেই ঝোঁক নিয়েই তৈরি করেছেন একের পর এক সাড়া জাগানো সিনেমার রিমেক। কখনো বা তিনি করে থাকেন কসপ্লে। প্রয়াত ‍‍হুমায়ুন ফরিদির কসপ্লে করে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন। বাংলাদেশি সিনেমা আয়নাবাজি, মনপুরা, তামিল সিনেমা ‍‍`৯৬` ছাড়াও হলিউডের বক্স অফিস মাতানো সিনেমা জোকার এর রিমেক করে প্রশংসা কুড়িয়েছেন সকলের। 

বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ এর কথা। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই এই বিভাগে ভর্তি হওয়া। এরপর থেকে কাজ করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে বন্ধু-বান্ধব এর সহযোগিতায় উপহার দিচ্ছেন একের পর এক সিনেমার রিমেক। 

জিসানের রিমেকে থাকে পুরো সিনেমার গুরুত্বপূর্ণ কিছু ক্লিপ। ডিউরেশন হয় সাড়ে ৩ থেকে ৪ মিনিট। এ পর্যন্ত করা রিমেক গুলা সম্পূর্ণ নিজ খরচেই চালিয়েছেন। হলিউড-বলিউডের দুর্দন্ত এসব সিনেমা গুলো বিগ বাজেটের। এসব বিগ বাজেটের সিনেমার রিমেক করতে গিয়ে জিসানের বাজেট সংক্রান্ত জটিলতায় পড়তে হয়। কখনো বা পর্যাপ্ত টাকার অভাবে কাজ পিছিয়ে যায়।

সম্প্রতি তিনি তার ফেসবুক পেইজ ‘Jisu Entertainment’ থেকে রিলিজ দেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমার রিমেক, যা ইতোমধ্যে পেয়েছে ৪০,০০০ রিঅ্যাক্ট ও ৮ হাজার শেয়ার। জিসানের তৈরি থ্রি ইডিয়টসের রিমেক দেখতে পারেন এখানে।

৩২০ পঠিত ... ১৭:৩৭, জানুয়ারি ১৪, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top