মমি সব, করে রব

১১৬৫ পঠিত ... ১৭:৩২, ডিসেম্বর ২৯, ২০২২

মমি-সব-করে-রব..

পড়াশুনা আর ভার্সিটি লাইফের নানা প্যারায় জর্জরিত হয়ে ধুঁকতে ধুঁকতে কখন যে বিশ্ববিদ্যালয় জীবনকে বিদায় দেওয়ার সময় এসে যায় তা টেরই পাওয়া যায় না। বিদায়ী দিনটিকে স্মরণীয় করে রাখতে হয় নানা অনুষ্ঠানের আয়োজন। তবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গতানুগতিক অনুষ্ঠানের তোয়াক্কা না করে প্রতিবারই করেন অভিনব কিছু। দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা আয়োজন করেন নানা অনুষ্ঠানের। এসব আয়োজনের মধ্যে অন্যতম অভিনব আয়োজন ছিল ‘মমি’সেজে ক্যাম্পাসে আনন্দ উল্লাস করা।

চার বছর এই বিভাগে লেখাপড়া করতে গিয়ে মমির মতোই স্থবির হয়ে গেছেন। শেষ দিনে সেই মমি থেকে আবার তারা মানুষের জীবন ফিরে পেয়েছেন– মমি সাজার পেছনে এমন কারণই দেখিয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

২০২০ সালে ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা অনুমতি ছাড়াই ‘হাবিবি’ সেজে উল্লাস করেছিলেন। এতে কুয়েট কর্তৃপক্ষ তাদের সতর্ক করে চিঠি দেয়। কর্তৃপক্ষের হুশিয়ারি উপেক্ষা করে ২০২১ সালে শিক্ষা সমাপনীতে ‘আসামি’ সেজে দিনটি উপভোগ করেন এই বিভাগের শিক্ষার্থীরা। এবার ১৭তম ব্যাচের শিক্ষার্থীরা ‘মমি’ সেজে ক্যাম্পাস মুখরিত করলেন।

হাবিবি, আসামি আর মমির পর আসছে বছরে তারা কী সাজবেন বলে আপনার মনেহয়?

১১৬৫ পঠিত ... ১৭:৩২, ডিসেম্বর ২৯, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top