যে কারণে উইম্বলডনে ঢুকতে বাধা পেয়েছিলেন উইম্বলডনের রাজা!

২৬০ পঠিত ... ১৭:০৪, ডিসেম্বর ১৩, ২০২২

যে কারণে উইম্বলডনে ঢুকতে বাধা পেয়েছিলেন উইম্বলডনের রাজা

তাকে বলা হয় উইম্বলডনের রাজা। উইম্বলডন টুর্নামেন্ট জিতেছেন গুনে গুনে ৮ বার। সেই টেনিসের রাজাকেই কিনা উইম্বলডনে ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষীরা!

বলা হচ্ছে রজার ফেদেরারের কথা। যাত্রাপথে লন্ডনে দু’ঘণ্টার বিরতি পড়লে রজার ফেদেরার ভাবেন উইম্বলডনের অল ইংল্যান্ড ক্লাবে গিয়ে এক কাপ চা খেয়ে আসবেন কিনা। কিন্তু ক্লাবে ঢোকার পথে ঘটলো বিপত্তি! নিয়মমাফিক ক্লাবে ঢুকতে হলে প্রবেশপথে দেখাতে হবে মেম্বারশিপ কার্ড। কিন্তু টুর্নামেন্ট ছাড়া কখনো উইম্বলডনে না আসা ফেদেরারের কাছে তখন ছিলো না তার কার্ডটি। নিরাপত্তারক্ষীও টেনিসের রাজাকে চিনতে না পেরে সাফ জানিয়ে দেন, মেম্বারশিপ কার্ড ছাড়া নো এন্ট্রি! এদিকে অসহায় ফেদেরার উপায় না পেয়ে যা বলেন তা তিনি বলার কথা আগে কোনোদিন ভাবতেও পারেননি। তিনি বলেন, ‘আমি আটবার এই টুর্নামেন্ট জিতেছি। দয়া করে বিশ্বাস করুন যে আমি একজন সদস্য, আমি কীভাবে ঢুকব?’

কিন্তু তাতেও লাভ হয়নি। শেষমেশ বাঁধা ডিঙাতে না পেরে চলে যাওয়ার সময় অন্য গেটের নিরাপত্তারক্ষীরা তাকে চিনতে পারে ও ফেদেরারকে ঢোকানোর ব্যবস্থা করেন। তবে ওই মহিলাকর্মীকে আটটি উইলম্বডন জিতেছেন বলার বিষয়টির কারণে তার এখনও খারাপ লাগে বলে জানান ফেদেরার। অন্যদিকে নিখুঁতভাবে দায়িত্ব পালনের জন্য প্রসংশাও কুড়ান সেই নিরাপত্তারক্ষী।

২৬০ পঠিত ... ১৭:০৪, ডিসেম্বর ১৩, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top