অভিনন্দন গোলাম রাব্বানি ছোটন!

৫৯৩ পঠিত ... ১৭:১৪, সেপ্টেম্বর ২০, ২০২২

Golam-Rabbani-choton

বাংলাদেশ মহিলা ফুটবল দল দক্ষিণ এশীয় অঞ্চলে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা সবাই গর্বিত ও আনন্দিত৷ দেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক শিরোপা খরার বিপরীতে এটা আসলেই বিশাল অর্জন!

এবার আসুন, একটু জেনে নেই মহিলা ফুটবল দলের এই গৌরবময় অর্জনের নেপথ্য কারিগরকে।

এই ভদ্রলোকের নাম গোলাম রব্বানী ছোটন। ইনি বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ। ২০০৯ সালে জাতীয় মহিলা ফুটবল দলের কোচ হবার পর থেকে গত এক যুগের বেশি সময় ধরে যিনি যত্ন করে দেশের মহিলা ফুটবলকে সাফল্যের শীর্ষে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

শুধুমাত্র জাতীয় মহিলা ফুটবল দলই নয়, দেশে মহিলা ফুটবলারের পাইপলাইন তৈরির বিভিন্ন বয়সভিত্তিক দল তথা অনূর্ধ্ব ১৪ বছর, অনূর্ধ্ব ১৭ বছর ও অনূর্ধ্ব ২০ বছর দলগুলোর-ও তিনি কোচ। অর্থাৎ, ছোট থেকে শুরু করে একজন মহিলা ফুটবলারকে আন্তর্জাতিক অঙ্গনে পরিণত করার মূল দায়িত্বটি যিনি নীরবে, নিভৃতে গত এক যুগের বেশি সময় ধরে পালন করে এসেছেন।

ফুটবলীয় সাফল্য কখনোই বিচ্ছিন্ন বা যাদুকরী কোন ঘটনা হয় না। এর পেছনে দীর্ঘ পরিশ্রম দরকার হয়। বিগত অনেক দিন ধরে দেশের সামগ্রিক মহিলা ফুটবলের ধারাবাহিক উন্নয়নের একটি সফল মঞ্চায়ন আজকের এই শিরোপা।

কোচ গোলাম রব্বানী ছোটনের সাফল্যের খতিয়ান একটু দেখুন। বয়সভিত্তিক সবগুলো পর্যায়ে দেশকে আন্তর্জাতিক শিরোপা এনে দিয়েছেন তিনি। মেয়েদের দক্ষিণ এশীয় অনূর্ধ্ব ১৪, ১৫, ১৮ ফুটবলের আসরে একাধিকবার দেশকে বিজয়ী করেছেন। অন্যান্য আসরেও জাতীয় ও বয়সভিত্তিক দল নিয়ে তার সাফল্য রয়েছে। মহিলা ফুটবলের একটা ভালো প্রজন্ম তৈরির পেছনে পাদপ্রদীপের আড়ালে থেকে তিনি কাজ করেছেন।

দেশের ফুটবল সংশ্লিষ্ট যে কোন ব্যক্তি, ফুটবলার, সাংবাদিক, কর্মকর্তা থেকে শুরু করে সকলেই দেশের নারী ফুটবলের অগ্রযাত্রার 'পথিকৃৎ (pioneer)' হিসেবে তাকে সম্মান করেন।

দেশের ক্রীড়াঙ্গনের সর্বত্র যখন গুণগত মানের তীব্র আকাল, সেখানে এই ভদ্রলোক এক উজ্জ্বল ব্যতিক্রম বটে।

মেধার পরিচয় তার ফলাফলেই। অধ্যবসায়ের পরিণতি হয় সাফল্যে। একইভাবে, কোচ গোলাম রব্বানী ছোটনের পরিচয় সবসময় তার কর্মেই।

অভিনন্দন গোলাম রাব্বানী ছোটন! আমাদের দেশের ক্রীড়াঙ্গনে আপনার মত অনুসরণীয় ব্যক্তিত্ব আরো অনেক বেশি দরকার। আপনার জন্য শুভকামনা।

৫৯৩ পঠিত ... ১৭:১৪, সেপ্টেম্বর ২০, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top